ইউপিএ জমানায় রাফাল-চুক্তিতেই গোপনীয়তার শর্ত, মনে করাল ফ্রান্স, অনড় রাহুল

কংগ্রেসের অভিযোগ, ইউপিএ জমানার চেয়ে বেশি দামে ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল বিমান কিনছে মোদী সরকার। 

Updated By: Jul 20, 2018, 08:25 PM IST
ইউপিএ জমানায় রাফাল-চুক্তিতেই গোপনীয়তার শর্ত, মনে করাল ফ্রান্স, অনড় রাহুল

নিজস্ব প্রতিবেদন: রাফাল বিমান চুক্তি নিয়ে সংসদে রাহুল গান্ধীর দাবি উড়িয়ে দিল ফ্রান্স। তারা স্পষ্ট জানাল, তথ্যের গোপনীয়তা রক্ষায় চুক্তি স্বাক্ষর করেছে দুই দেশ। ২০০৮ সাল অর্থাত্ ইউপিএ সরকারের জমানায় স্বাক্ষরিত হয়েছিল সেই চুক্তি।

কংগ্রেসের অভিযোগ, ইউপিএ জমানার চেয়ে বেশি দামে ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল বিমান কিনছে মোদী সরকার। সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিল বিজেপি। এরপরই তথ্য প্রকাশ করার দাবি করেন কংগ্রেস নেতারা। কিন্তু কেন্দ্রীয় সরকার জানায়, রাফালে চুক্তিতে গোপনীয়তার শর্ত রয়েছে। তা স্বাক্ষরিত হয়েছে ইউপিএ জমানাতেই।  শুক্রবার লোকসভায় সরকারের সেই দাবি উড়িয়ে কংগ্রেস সভাপতি দাবি বলেন, ''ফরাসী প্রেসিডেন্ট এমানুল মাঁকর আমাকে বলেছেন, বিমান ক্রয়ের চুক্তিতে গোপনীয়তার শর্ত নেই।''

রাহুলের ভাষণের ঘণ্টাখানেক পরই ফ্রান্সের ইউরোপ ও বিদেশ বিষয়ক মন্ত্রক বিবৃতি দিয়ে জানায়,'২০০৮ সালে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করে ফ্রান্স ও ভারত। তার জেরে আইনত তথ্য সুরক্ষিত রাখতে বদ্ধপরিকর দুই অংশীদার দেশ। তথ্য প্রকাশ্যে আসলে ভারত অথবা ফ্রান্সের প্রতিরক্ষা সামগ্রীর ব্যবহারিক দক্ষতা ও নিরাপত্তার উপরে প্রভাব পড়তে পারে। ২০১৬ সালে ২৩ সেপ্টেম্বরে ২৬ রাফাল বিমান কেনার চুক্তিতেও স্বাভাবিকভাবেই এই শর্ত রয়েছে।'

ফরাসী সরকারের বিবৃতির পরও নিজের বক্তব্যে অনড় রাহুল গান্ধী। তাঁর প্রতিক্রিয়া, ''ওরা এখন অস্বীকার করছে। মাঁকর যখন একথা বলেছেনস তখন আনন্দ শর্মা ও মনমোহন সিংয়ের সঙ্গে আমিও ছিলাম।''           

রাহুলের বক্তব্যকে খারিজ করেছেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। তাঁর কথায়, ''চুক্তিতে গোপনীয়তার শর্তটি সম্বন্ধে অবগত কংগ্রেস। ওদের সরকারই চুক্তি স্বাক্ষর করেছে। প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি চুক্তি স্বাক্ষর করেছিলেন।''   

 

আরও পড়ুন- সংসদে চোখের ইশারায় প্রিয়াকে মনে করালেন রাহুল, কী প্রতিক্রিয়া দক্ষিণী অভিনেত্রীর?

.