জীবনযুদ্ধে হার মানাল নাগপুরের সেই নির্যাতিতা শিশুকন্যা

দু সপ্তাহের জীবনযুদ্ধে ইতি পড়ে গেল। মারা গেল নাগপুরের সেই ছোট্ট মেয়েটিকে। সমাজের কিছু লোকের নোংরা মানসিকতার শিকার হয়ে গণধর্ষিতা হতে হয়েছিল সেই ছোট্ট মেয়েটিকে।
সপ্তাহ দুয়েকের কথা মধ্যপ্রদেশের গ্রামে চার বছরের শিশুকন্যাকে গণধর্ষণ করার অভিযোগ ওঠে। দু`সপ্তাহ লড়াই করার পর হার মানতে হল নাগপুরের ছোট্ট মেয়েটিকে। কোমায় থাকার পর সোমবার রাতে মৃত্যু হয় শিশুটির। মধ্যেপ্রদেশের সেওনি গ্রামের মাঠ থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।
এই ঘটনায় ৩৫ বছরের এক অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিস। এক সপ্তাহ আগে বিহারের ভাগলপুর থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আরও একজনকে হেফাজতে নিয়েছে পুলিস। ওই ব্যক্তি শিশুটিকে ভুলিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছিল বলে অভিযোগ। পরের দিন মাঠ থেকে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাঁর পরিবারের লোক।
মধ্যপ্রদেশ সরকারের ব্যবস্থাপনায় বিশেষ বিমানে তাঁকে নাগপুর নিয়ে আসা হয়। নাগপুর হাসপাতালেই শিশুটির চিকিৎসা চলছিল।

English Title: 
Four-year-old, raped, dies in Nagpur hospital
Home Title: 

জীবনযুদ্ধে হার মানাল নাগপুরের সেই নির্যাতিতা শিশুকন্যা

No
13077
Is Blog?: 
No
Section: