দু’ঘণ্টায় পরপর ৪ বার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাক অধিকৃত কাশ্মীর
নিজস্ব প্রতিবেদন: বছর শেষে কেঁপে(earthquake)উঠল জম্মু ও কাশ্মীর। মাত্র ২ ঘণ্টার মধ্যে ৪ বার কেঁপে উঠল জম্মু, কাশ্মীর-সহ পাকিস্তানের একাংশ। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাক অধিকৃত কাশ্মীর।
আরও পড়ুন-'লাশ গুনতে হবে আপনাদের', CAA বিরোধিতা নিয়ে বিরোধীদের হুমকি দিলীপের
সোমবার পৌনে এগারোট নাগাদ প্রথমবার কম্পন অনুভূত হয়। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৭। মিনিট ৬ মধ্যে ফের কেঁপে ওঠে মাটি। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৫। তৃতীয় কম্পনটি অনুভূত হয় রাত ১০টা ৫৮ নাগাদ। কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬। রাত ১১টা ২০ নাগাদ শেষবার কম্পন অনুভব করতে পারা যায়। মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪। এমনটাই জানিয়েছে ইয়োরোপিয়ান-মেডিটারনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার।
Felt #earthquake (#भूकंप) M5.4 strikes 138 km N of #Bāramūla (#India) 9 min ago. Please report to: https://t.co/NIkNy6SH30 pic.twitter.com/ztdf2fj057
— EMSC (@LastQuake) December 30, 2019
আরও পড়ুন-বর্ষবরণের রাতে বিশৃঙ্খলা মোকাবিলায় কলকাতা পুলিসের বিশেষ 'ক্র্যাক টিম'
বারবার মাটি কেঁপে ওঠায় পাক অধিকৃত কাশ্মীরের বাড়ি থেকে ঠান্ডার মধ্যেও বেরিয়ে আসেন বহু মানুষজন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তৃতীয় ও চতুর্থ কম্পনটি হয় ভূপৃষ্ঠ থেকে ৩৬ ও ৬৩ কিলোমিটার গভীরে। এখনও প্রর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। এদিকে, সোমবার রাত ১০টা ২৯ মিনিটে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫।