প্রাক্তন আরএসএস প্রধান কে এস সুদর্শন প্রয়াত

শনিবার প্রাক্তন আরএসএস প্রধান কে এস সুদর্শনের জীবনাবসান হয়েছে। মৃত্যুকালে তঁর বয়স হয়েছিল ৮১ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে ছত্তিসগড়ের রায়পুরে জীবনাবসান হয় তাঁর।

Updated By: Sep 15, 2012, 11:43 AM IST

শনিবার প্রাক্তন আরএসএস প্রধান কে এস সুদর্শনের জীবনাবসান হয়েছে। মৃত্যুকালে তঁর বয়স হয়েছিল ৮১ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে ছত্তিসগড়ের রায়পুরে জীবনাবসান হয় তাঁর।
আরএসএসের পক্ষ থেকে বিকাশ তেলাঙ্গ জানিয়েছেন, এদিন সকালেও রোজকার মতো প্রাতর্ভ্রমণে বেড়িয়েছিলেন সুদর্শন। বাড়ি ফিরে দৈনিক কসরত করার সময় পড়ে যান তিনি। পরে চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করে।
২০০০ সাল থেকে ২০০৯ পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সরসঙ্ঘচালক ছিলেন তিনি। ইদানীং আংশিক স্মৃতিভ্রংশ হয়েছিল তাঁর। টেলি কমিউনিকেশন ইঞ্জিনিয়ার সুদর্শনের আদি নিবাস কর্ণাটক। তবে অবসরের পর মধ্যপ্রদেশে থাকতেন তিনি। আগামিকাল শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন আরএসএস প্রধানের।

.