আই কে গুজরাল প্রয়াত

চলে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল। দীর্ঘ রোগ ভোগের পর শুক্রবার দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। চলতি মাসের ১৯ তারিখ ফুসফুসে সংক্রমণের জন্য গুজরালকে মেডিসিটি মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়।

Updated By: Nov 30, 2012, 04:21 PM IST

চলে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্র কুমার গুজরাল। দীর্ঘ রোগ ভোগের পর শুক্রবার দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। চলতি মাসের ১৯ তারিখ ফুসফুসে সংক্রমণের জন্য গুজরালকে মেডিসিটি মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়।
এদিন সকালেই প্রয়াত প্রধানমন্ত্রীর ছেলে নরেশ গুজরাল জানিয়েছিলেন, চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছেন। ভারতীয় রাজনৈতিক মঞ্চের জননেতা না হওয়া সত্ত্বেও, দীর্ঘ রাজনৈতিক জীবনে সকল দলের প্রথম সারির নেতাদের সঙ্গে বন্ধুন্তপূর্ণ সম্প্ররকের জন্য গুজরাল ভারতের প্রধানমন্ত্রীর আসনে বসেন।
ইন্দ্র কুমারের জন্ম ১৯১৯-এর ৮ ডিসেম্বর, পাকিস্তানে। স্বাধীনতা আন্দোলনের শরিক হওয়ায়, সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়া গুজরালের পক্ষে খুবই স্বাভাবিক ছিল। উচ্চ শিক্ষায় শিক্ষিত গুজরাল শুধুমাত্র একজন রাজনৈতিক কুশিলব হিসাবেই নন, শিক্ষক ও কবি হিসাবেও অনেক ইবাদত কুড়িয়েছেন।

.