দুর্নীতিতে এশিয়ায় শীর্ষে ভারত, তবে মোদীর উপরে ভরসা ৫৩ শতাংশ দেশবাসীর
ওয়েব ডেস্ক: এশিয়ায় দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে ভারত। পাকিস্তান, ভিয়েতনামের চেয়েও দুর্নীতিতে এগিয়ে। দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছেন নরেন্দ্র মোদী। কিন্তু, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের পরিসংখ্যান সত্যি হলে, বলতে হবে দুর্নীতিমুক্ত দেশ গড়তে এখনও অনেকটা পথ হাঁটতে হবে ভারতকে।
ট্রান্সপারেন্সির ইন্টারন্যাশনালের তালিকা প্রকাশ করেছে ফোবর্স। ঘুষ নেওয়ার ক্ষেত্রে এশিয়ার অন্য দেশগুলিকে হারিয়ে দিয়েছে ভারত। নরেন্দ্র মোদীর দেশের পর তালিকায় রয়েছে যথাক্রমে ভিয়েতনাম, থাইল্যান্ড, পাকিস্তান ও মায়ানমার। ভারতে সরকারি ক্ষেত্রে ঘুষ নেওয়ার হার ৬৯ শতাংশ। সমীক্ষায় অর্ধেকেরও বেশি উত্তরদাতা জানিয়েছেন, পাঁচটি সরকারি ক্ষেত্র- স্কুল, হাসপাতাল, পরিচয়পত্রের নথি, পুলিশ ও জরুরি পরিষেবায় ঘুষ দিতে হয়েছে।
তবে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাশে পেয়েছেন দেশবাসীকে। ৫৩ শতাংশ মতদাতাই মনে করেন দুর্নীতিমুক্ত দেশ গড়তে ভাল পদক্ষেপ করছেন প্রধানমন্ত্রী। দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে জন আন্দোলনের রূপ দিতে চাইছেন মোদী। সেখানেও ৬৩ শতাংশ উত্তরদাতা জানিয়েছেন, সাধারণ মানুষ চাইলে ফারাক গড়তে পারেন।