ঠিকঠাক ট্রাফিক আইন মানলেই ফ্রিতে মিলবে পেট্রল
ঠিক মত ট্রাফিক আইন মেনে চললেই বিনামূল্যে মিলবে ১ লিটার পেট্রল। আহমেদবাদের রামোল অঞ্চলে জনসাধরণ উৎসাহ দেওয়ার জন্য অভিনব এই উদ্যোগ নিল স্থানীয় পুলিস।
আহমেদাবাদ: ঠিক মত ট্রাফিক আইন মেনে চললেই বিনামূল্যে মিলবে ১ লিটার পেট্রল। আহমেদবাদের রামোল অঞ্চলে জনসাধরণ উৎসাহ দেওয়ার জন্য অভিনব এই উদ্যোগ নিল স্থানীয় পুলিস।
বৃহস্পতিবার ৫৮ জনেরও বেশি ব্যক্তি ঠিকঠাক ট্রাফিক আইন মেনে চলার জন্য ফ্রি-তে ১ লিটার করে পেট্রল পেয়েছেন।
যারা, যারা হেলমেট পড়েছেন, গাড়ি চালানোর সময় সিটবেল্ট বেঁধেছেন, সঙ্গে রেখেছেন সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস, তাদের সবার ভাগ্যেই মোটামুটি শিকে ছিঁড়েছে।
পুলিসের তরফ থেকে জানানো হয়েছে তাদের এই অভিনব উদ্যোগের ভালই সাড়া মিলেছে। আগামী অন্তত তিনদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই সুবিধা দেবে রামোল পুলিস। দুটি পেট্রলপাম্প মালিকের সঙ্গে কথা বলে তাঁদেরকেও এই উদ্যোগে সামিল হওয়ার জন্য রাজি করিয়ে ফেলেছে পুলিস প্রশাসন।
অন্যদিকে, শহরের অন্যপ্রান্তে রাখিয়ালে যথাযথ ট্রাফিক আইন মানলে স্থানীয় একটি রেঁস্তোরায় খাওয়ার জন্য ডিসকাউন্ট কুপন দিচ্ছে রাখিয়াল পুলিস স্টেশন।