ঠাণ্ডার পর কুয়াশাতেও রেকর্ড গড়ল দিল্লি, স্থগিত বিমান-রেল চলাচল

সোমবার সকালে ঘুম থেকে উঠেই চোখ কপালে দিল্লিবাসীর। এ কী কিছুই তো দেখা যাচ্ছে না!! ঘন কুয়াশায় পাশের মানুষটাকে পর্যন্ত আবছা দেখাচ্ছে। আচ্ছন্ন রাজধানীর জনজীবন ব্যাহত। কুয়াশার চোটে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল উড়ান পরিষেবা। বাতিল হয়ে গেল ৩০টিরও বেশি ট্রেন। বাতিল হয়েছে ৯০টিরও বেশি উড়ান। বেলা বাড়তেও কুয়াশা সেভাবে কমল না। বিমানবন্দর থেকে রেলস্টেশন দিল্লিতে কুয়াশা কেটে ঝলমলে দিনের অপেক্ষা।

Updated By: Jan 6, 2014, 11:07 AM IST

সোমবার সকালে ঘুম থেকে উঠেই চোখ কপালে দিল্লিবাসীর। এ কী কিছুই তো দেখা যাচ্ছে না!! ঘন কুয়াশায় পাশের মানুষটাকে পর্যন্ত আবছা দেখাচ্ছে। আচ্ছন্ন রাজধানীর জনজীবন ব্যাহত। কুয়াশার চোটে সাময়িকভাবে বন্ধ হয়ে গেল উড়ান পরিষেবা। বাতিল হয়ে গেল ৩০টিরও বেশি ট্রেন। বাতিল হয়েছে ৯০টিরও বেশি উড়ান। বেলা বাড়তেও কুয়াশা সেভাবে কমল না। বিমানবন্দর থেকে রেলস্টেশন দিল্লিতে কুয়াশা কেটে ঝলমলে দিনের অপেক্ষা।

দৃশ্যমান্যতা ৫০ মিটারের কমে নেমে যায়। প্রচন্ড ঠাণ্ডায় একেই কাবু, তারওপর আবার রেকর্ড কুয়াশা, সব মিলিয়ে দিল্লিবাসীর অবস্থা কাহিল।

রবিবার সন্ধ্যা থেকেই কুয়াশা ঢেকে যায় গোটা রাজধানী শহর। রাত যত বেড়েছে কুয়াশা তত ঘন হয়েছে।

.