দুর্গা প্রতিমার ছবি তোলার অপরাধে নিগৃহীত পাঁচ আদিবাসী
ঝাড়খন্ডে মারধোর করা হল পাঁচ আদিবাসিকে। দুর্গা প্রতিমার ছবি তোলার অপরাধে মারধর করা হয় তাদেরকে। জানা গিয়েছে তাদের মধ্যে একজনের মাথা নেড়া করে দেওয়া হয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের শিরোনামে ঝাড়খন্ড। এবার দুর্গা পুজোয় ছবি তোলার অপরাধে মারধর করা হল পাঁচ আদিবাসীকে। পুলিস সোমবার জানিয়েছে ঝাড়খন্ডের গারহ্বা জেলায় দুর্গা মূর্তির ছবি তোলার অপরাধে পাঁচ আদিবাসীকে মারধর করেন গ্রামের প্রধান। জানা গিয়েছে ওই পাঁচজনের মধ্যে যিনি ছবি তুলেছিলেন, মারধর করার পড়ে তাঁর মাথা নেড়া করে দেওয়া হয়। গু ৬ অক্টোবর ঝাড়খন্ডের রাজধানী রাঁচি থেকে ২১০ কিলোমিটার দূরে পালহে গ্রামে এই ঘটনা ঘটে। আরও জানা গিয়েছে এই পাঁচ জনের সকলেরই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে এবং এরা সকলেই বিশেষভাবে দুর্বল উপজাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত।
ঘটনার পড়ে এই পাঁচজন বেতা পঞ্চায়েতের মুখিয়া সহ মোট আটজনের বিরুদ্ধে পুলিসের কাছে অভিযোগ দায়ের করে। চিনিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিরেন্দ্র হাঁসদা জানিয়েছেন, ‘আহতরা বেতা পঞ্চায়েতের মুখিয়া রামেস্বর সিং সহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।‘
বিনোদ কোর্বা, যার মাথা নেড়া করে দেওয়া হয়, তিনি জানিয়েছেন, ‘প্রতিমা বিসর্জনের দিন যখন আমি প্রতিমার ছবি তুলছিলাম তখন আমায় কিছু মানুষ পুজো মন্ডপ থেকে বাইরে বের করে দেন কারণ আমি কোর্বা উপজাতির মানুষ। তিনি আরও বলেন, ‘এরপরে একই গ্রামের গঙ্গা কোর্বা, রুপেশ কোর্বা, গঙ্গা কোর্বা এবং অজয় কোর্বা আমার সাহায্যে এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়।‘
আরও পড়ুন: FSSAI: বিদেশ থেকে এই সব পণ্য আমদানি করলেই সমস্যা? নয়া নিয়ম আনছে কেন্দ্র
তিনি পুলিসকে জানিয়েছেন যে পরের দিন মুখিয়া এবং অন্য তিনজন তাদের সকলকে একটি বৈঠকের জন্য ডেকে পাঠায়। বিনোদ জানিয়েছেন, ‘এরপরে আমাদেরকে দড়ি দিয়ে বেঁধে মারধর করা হয় এবং আমার মাথা নেড়া করে দেওয়া হয়। তাঁরা এই ঘটনার ভিডিও বানায়।‘
পঞ্চায়েতের মুখিয়া জানিয়েছেন, ‘অভিযোগকারীরা মদ্যপ ছিলেন এবং তাঁরা সমস্যা সৃষ্টি করছিলেন। সেই কারণে তাদেরকে মারধর করা হয়।‘
আদিম জনজাতি পরিষদের জেলার সভাপতি ননেস্বর কোর্বা এই ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন এবং অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।