চলছে ৫ দিনের কয়লা ধর্মঘট, প্রভাব এ রাজ্যেও

Updated By: Jan 6, 2015, 03:45 PM IST
চলছে ৫ দিনের কয়লা ধর্মঘট, প্রভাব এ রাজ্যেও

আজ থেকে শুরু হল পাঁচদিনের কয়লা ধর্মঘট। ৫টি শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটের জেরে সকাল থেকেই কয়লা তোলার কাজ বন্ধ কোল ইন্ডিয়ার সবকটি খনিতে। কয়লা ব্লকগুলিতে বেসরকারি সংস্থার তুলে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি। আইএনটিউসি, এআইটিইউসির সঙ্গেই ধর্মঘটে সামিল বিজেপির শ্রমিক সংগঠন বিএমএসও।

ভারতে মোট বিদ্যুত্‍ উত্‍পাদনের ৫৬ শতাংশ কয়লার উপর নির্ভলশীল। সেই কয়লার আশি শতাংশই আসে কোল ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে। ফলে বিদুত্‍ উত্‍পাদনে কোল ইন্ডিয়ার এই লাগাতার ধর্মঘট বড়সর প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

পাঁচ দিনের কয়লা ধর্মঘটের প্রভাব পড়ল এরাজ্যেও। সকাল থেকেই কয়লা তোলার কাজ বন্ধ আসানসোল-রাণীগঞ্জ অঞ্চলে। ইসিএলের ডাবর , পাহাড়পুর, কেন্দা রানিগঞ্জ কোলিয়ারিতে বন্ধ রয়েছে কয়লা উত্‍পাদন।

.