কেমন ছিল ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই মুহূর্ত, দেখুন

Updated By: Aug 15, 2017, 06:23 PM IST
কেমন ছিল ভারতের প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই মুহূর্ত, দেখুন

ওয়েব ডেস্ক : দেশ জুড়ে পালিত হচ্ছে ৭১তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে যখন দেশের বিভিন্ন জায়গায় মানুষ স্বাধীনতা পালন করছেন, তখন দেশের প্রথম স্বাধীনতা দিবসের প্রথম ছবিগুলি দেখেছেন?

যখন ব্রিটিশ গভর্নর লর্ড মাউন্টব্যাটেনের সঙ্গে তত্কালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু একসঙ্গে দাঁড়িয়ে স্যালুট করেন ভারতের জাতীয় পতাকাকে, দেখেছেন সেই ছবি? যখন প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয়, তখন রাইসিনা হিলসে কত মানুষের ঢল নেমেছিল জানেন?

কিম্বা স্বাধীনতার পর রাষ্ট্রপতি ভবন থেকে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সেই মুহূর্তটাই বা কেমন ছিল জানেন? অথবা ১৯৪৭ সালের ১৫ অগাস্ট যখন ততকালীন প্রধানমন্ত্রী জওহর লাল নেহরুর ভাষণের দৃশ্য কেমন ছিল? রেড ফোর্টে দাঁড়িয়ে জাতির উদ্দেশ্যে প্রথম কী বলেছিলেন জওহরলাল মেহরু? আজ আমরা আপনাদের সেই ছবিই দেখাব, যা দেখে ভারতের প্রথম স্বাধীনতা দিবসের সঙ্গে কিছুটা হলেও একাত্ম হতে পারবেন আপনারা। 

দেখুন..   

ইন্ডিয়া গেটে জওহর লাল নেহেরু, সঙ্গে লর্ড মাউন্টব্যাটেন

১৯৪৭ সালে প্রথম স্বাধীনতা দিবসে রাইসিনা হিলসে মানুষের ঢল 

১৯৪৭ সালে নয়া দিল্লিতে উত্তোলন করা হয় স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা

ভারত স্বাধীন হওয়ার পর যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তত্কালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু 

প্রথম স্বাধীনতা দিবসে নর্থ ও সাউথ ব্লকে হাজির সাধারণ মানুষ 

.