এই প্রথম তৈরি হল 'ভারতীয় রেল সঙ্গীত'

"Railway is the life line of the Nation"-ভারতবর্ষের ক্ষেত্রে এই কথাটা একেবারেই সত্যি। তা Nation বা জাতী হলে তো তার জাতীয় সঙ্গীতও থাকতে হয়। ভাবছেন এ আবার কী কথা! আসল ব্যাপার হল প্রায় দেড়শ বছর অতিক্রম করার পর এতদিনে এই প্রথম ভারতীয় রেল পেতে চলেছে তার নিজস্ব 'অ্যানথেম' বা গান।

Updated By: Aug 6, 2016, 03:54 PM IST
এই প্রথম তৈরি হল 'ভারতীয় রেল সঙ্গীত'

ওয়েব ডেস্ক: "Railway is the life line of the Nation"-ভারতবর্ষের ক্ষেত্রে এই কথাটা একেবারেই সত্যি। তা Nation বা জাতী হলে তো তার জাতীয় সঙ্গীতও থাকতে হয়। ভাবছেন এ আবার কী কথা! আসল ব্যাপার হল প্রায় দেড়শ বছর অতিক্রম করার পর এতদিনে এই প্রথম ভারতীয় রেল পেতে চলেছে তার নিজস্ব 'অ্যানথেম' বা গান।

আরও পড়ুন- অসমে জঙ্গিহানা, মৃত ১৪, আহত ২০ :LIVE

প্রায় তেরো লক্ষ কর্মীর সুশৃঙ্খল বাহিনী গত দেড়শো বছর ধরে রেলের চাকাকে সচল রেখেছে। সেই কর্মীদের নিজেদের কাজে আরও উত্সাহিত করার জন্যেই তৈরি হল নতুন গান- ''ভারত কী রেল মহান হ্যায়/প্রগতি কী পহচান হ্যায়..."। গানটি মোট তিন মিনিটের। শ্রবণের সুরে উদিত নারায়ণ ও কবিতা কৃষ্ণমূর্তির কণ্ঠে শোনা যাবে এই গান। গানটির কথা লিখেছেন ভারতীয় রেল বোর্ডের প্রাক্তন আধিকারিক সত্যপ্রকাশ।

আরও পড়ুন- একই ডাক্তার অস্ত্রোপচার করলেন সোনিয়া ও শাহরুখের

.