৩৫টি বর্ডার আউটপোস্ট লক্ষ্য করে গুলি পাক সেনাবাহিনীর, তুমুল লড়াই চলছে নিয়ন্ত্রণরেখায়

জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের জওয়ানদের মধ্যে লাগাতার গুলিবিনিময় চলছে। ভারতীয় সেনাসূত্রে খবর, একসঙ্গে ৩৫ টি বর্ডার আউটপোস্ট লক্ষ্য করে হেভি মেশিনগান থেকে গুলি চালাতে শুরু করেছে পাকিস্তান। মর্টার শেলও ছোঁড়া হয়। 

Updated By: Oct 22, 2013, 11:41 AM IST

জম্মু-কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্ত ও নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের জওয়ানদের মধ্যে লাগাতার গুলিবিনিময় চলছে। ভারতীয় সেনাসূত্রে খবর, একসঙ্গে ৩৫ টি বর্ডার আউটপোস্ট লক্ষ্য করে হেভি মেশিনগান থেকে গুলি চালাতে শুরু করেছে পাকিস্তান। মর্টার শেলও ছোঁড়া হয়। 
পাল্টা জবাব দিয়েছে ভারতও। গত ১৭ অক্টোবর বিএসএফের গুলিতে ইসার আহমেদ নামে এক পাক রেঞ্জারের মৃত্যুর পর থেকেই শুরু হয়েছে তুমুল গুলি বিনিময়।
দুপক্ষের গুলি বিনিময়ে গত চারদিনে দুই বিএসএফ জওয়ান আহত হয়েছেন। ভারতীয় জওয়ানদের গুলিতে মারা গেছেন পাকিস্তানের দুই রেঞ্জার্স। নিয়ন্ত্রণরেখার দুপাড় আহত হয়েছেন মোট ৭ জন সাধারণ মানুষ। চলতি মাসে মোট ৩৬ বার নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। ভারতীয় সেনাকর্তাদের সন্দেহ, কাশ্মীরে ভারী মাত্রায় অনুপ্রবেশের চেষ্টাতেই লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করছে পাকিস্তান।  

.