Video: ১৩ ঘণ্টা পরেও দাউ দাউ করে জ্বলছে মুম্বইয়ের শপিং মল
আগুন বাগে আনতে হিমশিম খেয়ে যান দমকলকর্মীরা। জখম হন দু-জন দমকল কর্মী। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: তেরো ঘণ্টা পার। এখনও জ্বলছে মুম্বইয়ের অভিজাত শপিং মল। লড়াই চালিয়ে যাচ্ছে দমকলের ২৪টি ইঞ্জিন, ১৬টি জাম্বো ট্যাঙ্কার এবং ২৫০ জন দমকল কর্মী। বৃহস্পতিবার রাত নটা নাগাদ আগুন লাগে নাগপাড়া এলাকার সিটি সেন্টারে। শপিং মলের প্রথম লেভেলে লাগা আগুন দ্রুত তিন ও পাঁচ নম্বর তলায় ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: গুরুংকে এনে একুশের ভোটে উত্তরে এক চালেই কিস্তিমাত মমতার! বলছে পাটিগণিত
আগুন বাগে আনতে হিমশিম খেয়ে যান দমকলকর্মীরা। জখম হন দু-জন দমকল কর্মী। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। একসময় আগুন বিধ্বংসী আকার নেয়। ভোর রাতে দমকলের বাড়তি বাহিনী পৌঁছয়। আশঙ্কা আরও বাড়িয়ে দেয় মল সংলগ্ন বহুতল। সেখানকার প্রায় সাড়ে তিন হাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে আনা হয়েছে।
#WATCH: Firefighting operation underway at a mall in Nagpada area in Mumbai where a fire broke out last night.
It has been declared a level-5 fire. #Maharashtra pic.twitter.com/YDpgpRHXcm
— ANI (@ANI) October 23, 2020
এই অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। যদিও আগুনে নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ক্ষতির পরিমাণ জানা সম্ভব নয় বলেই জানিয়েছেন দমকল কর্মীরা। অনুমান, মলের তিনতলার একটি মোবাইলের দোকানে শর্ট সার্কিটের ফলে এই ঘটনা, তবে সে বিষয়ে এখনও নিশ্চিত নন তাঁরা। আগুন নেভানোর পরই উৎস জানা যাবে বলেই জানিয়েছেন আধিকারিকরা।