কাকভোরে ভয়াবহ আগুনের গ্রাসে বহুতল, ভিতরে অনেকের আটকে থাকার আশঙ্কা
আগুন এখনও নিয়ন্ত্রণে না আসায় মুম্বইয়ের বন্দর এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক।
নিজস্ব প্রতিবেদন : সপ্তাহ পার হওয়ার আগেই ফের ভয়াবহ আগুনের গ্রাসে মুম্বই। সিন্ধিয়া হাউজের পর এবার আগুন লাগল প্যাটেল চেম্বার্সে। কাকভোরে আগুন লাগে বহুতলটিতে। মুহূর্তের মধ্যেই আগুন ভয়াবহ আকার ধারন করে। যাকে দমকলের হিসেবে লেভেল থ্রি বলা হয়। খবর পেয়ে সেখানে পৌঁছেছে দমকলের ১৮টি ইঞ্জিন। রয়েছে ১১টি ট্যাঙ্কারও।
জানা গেছে, ভোট সাড়ে ছ'টা নাগাদ আগুন কিছুটা আয়ত্তে এলেও হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ভস্মীভূত বহুতলের একাংশ। এখনও পর্যন্ত বহুতলটিতে কতজন আটকে আছে তা জানতে পারেনি দমকলের কর্মীরা। পাশাপাশি বাড়ি ভেঙে পড়ায় সেখানে আদৌ কারও মৃত্যু হয়েছে কিনা তা নিয়েও দেখা দিয়েছে ধোঁয়াশা।
#WATCH: A Level-4 fire broke out inside Patel Chambers in Mumbai's Fort area.18 Fire tenders present at the spot. pic.twitter.com/5cv3WDeCUj
— ANI (@ANI) June 9, 2018
এদিকে আগুন এখনও নিয়ন্ত্রণে না আসায় মুম্বইয়ের বন্দর এলাকায় দেখা দিয়েছে আতঙ্ক। প্রাথমিক ভাবে তদন্ত শুরু হলেও, আগুন লাগার প্রকৃত কারণ পরিষ্কার নয় দমকল কর্মীদের কাছে।
আরও পড়ুন- Exclusive: প্রধানমন্ত্রীকে হত্যার ছকের পিছনে কারা? উমর-মেবানির কী যোগ?