দিল্লির ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ড, বিস্ফোরণ! জখম ১৩ দমকলকর্মী-সহ ১৪

বৃহস্পতিবার সকালে পশ্চিম দিল্লির পীরা গরহী এলাকার একটি ব্যাটারি কারখানায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৩৫টি ইঞ্জিন।

Edited By: সুদীপ দে | Updated By: Jan 2, 2020, 12:37 PM IST
দিল্লির ব্যাটারি কারখানায় অগ্নিকাণ্ড, বিস্ফোরণ! জখম ১৩ দমকলকর্মী-সহ ১৪

নিজস্ব প্রতিবেদন: ফের ভয়াবহ অগ্নিকাণ্ড দেশের রাজধানী দিল্লিতে। বৃহস্পতিবার সকালে পশ্চিম দিল্লির পীরা গরহী এলাকার একটি ব্যাটারি কারখানায় আগুন লাগে।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে পীরা গরহী এলাকার একটি বহুতলে ওই ব্যাটারি কারখানায় আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৩৫টি ইঞ্জিন।

আরও পড়ুন: বিহারে শৈত্যপ্রবাহের জেরে বিপর্যস্ত জনজীবন, বন্ধ সমস্ত স্কুল

দমকল সূত্রে খবর, উদ্ধার কাজ চলার সময় ফের বিস্ফোরণ ঘটে ওই কারখানায়। জানা গিয়েছে, বিস্ফোরণে ওই কারখানার একাংশ ভেঙে পড়েছে। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এখনও পর্যন্ত আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ১৩ জন দমকলকর্মী-সহ ১৪ জনের জখম হওয়ার খবর মিলেছে। উদ্ধারকাজ এখনও চলছে।

.