মন্দিরে শ্যুটিং করার অভিযোগে রবিনা ট্যান্ডনের বিরুদ্ধে এফআইআর দায়ের

একাদশ শতকের তৈরি এই মন্দিরে নিরাপত্তার কারণে মোবাইল ফোন, ক্যামেরা নিয়ে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

Updated By: Mar 7, 2018, 05:40 PM IST
মন্দিরে শ্যুটিং করার অভিযোগে রবিনা ট্যান্ডনের বিরুদ্ধে এফআইআর দায়ের

নিজস্ব প্রতিবেদন : মন্দিরে ভক্তদের ভাবাবেগে আঘাত লেগেছে তাঁর আচরণে। তাই অভিনেত্রী রবিনা ট্যান্ডনের বিরুদ্ধে মামলা দায়ের করল ওডিশার লিঙ্গরাজ মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের ভিতরে অনুমতি ছাড়াই একটি বিজ্ঞাপনের শ্যুটিং করার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিনেত্রী। তিনি পাল্টা জানিয়েছেন, মন্দির কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারাই তাঁর উপস্থিতিতে ছবি তুলতে থাকে।

জানা গিয়েছে, রবিবার তিনি লিঙ্গরাজের মন্দিরে যান। সেখানে এক ব্যক্তিকে বিউটি টিপস দিতে দেখা যায় রবিনাকে। সেই দৃশ্য মোবাইল ক্যামেরাবন্দি করেন জনৈক এক ব্যক্তি। এরপরই সেই ছবি সোশাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। লিঙ্গরাজ মন্দির কর্তৃপক্ষের দাবি, অনুমতি ছাড়া কীভাবে মোবাইল ফোন ভিতরে গেল তা তদন্ত করে দেখার জন্য পুলিসের কাছে আবেদন জানানো হয়েছে।

আরও পড়ুন- 'আমি ধর্মপ্রাণ হিন্দু, ঈদ পালনের প্রশ্নই ওঠে না'

অন্যদিকে রবিনা ট্যান্ডন জানিয়েছেন, ''এই মন্দিরে মোবাইল ফোন নিয়ে ঢোকার অনুমনি নেই সেই বিষয়টি আমি জানতাম না। কিন্তু যখন ভিতরে ঢুকি, তখন দেখি মন্দিরের কর্মকর্তা থেকে উপস্থিত সাধারণ মানুষ সকলেই ছবি তুলছেন। কেউ কেউ আবার সেলফিও তোলেন।''

একাদশ শতকের তৈরি এই মন্দিরে নিরাপত্তার কারণে মোবাইল ফোন, ক্যামেরা নিয়ে ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

.