মায়াবতীর নির্দেশেই এফআইআর, দাবি দিগ্বিজয় সিংয়ের

নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে জেলা প্রশাসনের এফআইআর মায়াবতীর নির্দেশেই করা হয়েছে বলে দাবি করলেন কংগ্রেস সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং।

Updated By: Feb 21, 2012, 02:04 PM IST

নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে জেলা প্রশাসনের এফআইআর মায়াবতীর নির্দেশেই করা হয়েছে বলে দাবি করলেন কংগ্রেস সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং। এবং এই এফআইআর-এর বিরুদ্ধে কংগ্রেস হাইকোর্টে যাবে বলেও জানান তিনি। মঙ্গলবার দিগ্বিজয় সিং বলেন, ``উত্তরপ্রদেশে কংগ্রেসের প্রচার সফল হয়েছে বলেই, মায়াবতীর নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা এই এফআইআর-এর বিরুদ্ধে হাইকোর্টে যাব।`` নির্বাচনী বিধি ভঙ্গের কোনও নটিশ কংগ্রেস পায়নি বলেও দাবি করেছেন দিগ্বিজয় সিং।
সোমবার কংগ্রেস সাধারণ সম্পাদক রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর করে কানপুর জেলা প্রশাসন। অভিযোগ, রাহুল গান্ধীর রোড-শো নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে। কানপুরের জেলাশাসক হরি ওম জানান, দুপুর পর্যন্ত ২০ কিমি রোড-শো করার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু প্রশাসনের নির্দেশিকা অগ্রাহ্য করে অতিরিক্ত সময়ে ৩৮ কিমি পথ প্রচার করা হয়েছে।

.