পেনসনারদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বরের বদলে ১৫ই জানুয়ারি, ২০১৭ করা হল

টাকা তোলার উর্দ্ধসীমা বাড়ার পাশাপশি এবার সুখবর পেনশনভোগী সিনিয়র সিটিজেনদের জন্যও। লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা ৩০শে নভেম্বর থেকে বাড়িয়ে ১৫ই জানুয়ারি, ২০১৭ পর্যন্ত করা হয়েছে।

Updated By: Nov 14, 2016, 11:05 AM IST
পেনসনারদের লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা ৩০ নভেম্বরের বদলে ১৫ই জানুয়ারি, ২০১৭ করা হল

ওয়েব ডেস্ক: টাকা তোলার উর্দ্ধসীমা বাড়ার পাশাপশি এবার সুখবর পেনশনভোগী সিনিয়র সিটিজেনদের জন্যও। লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার সময়সীমা ৩০শে নভেম্বর থেকে বাড়িয়ে ১৫ই জানুয়ারি, ২০১৭ পর্যন্ত করা হয়েছে।

কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে, অনেক ক্ষেত্রেই বহু ব্যবসায়িক প্রতিষ্ঠান যেমন হাসপাতাল, কেটারার, টেন্ট হাউজ চেক বা ডিমান্ড ড্রাফ্ট বা অনলাইন পেমেন্ট নিচ্ছে না। এ ক্ষেত্রে উপভোক্তারা জেলা শাসক বা জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানাতে পারবেন।

আরও পড়ুন- ব্যাঙ্ক থেকে টাকা তোলার উর্ধ্বসীমা বাড়ানোর নির্দেশ অর্থ মন্ত্রকের

টাকা বদল আর অ্যাকাউন্ট থেকে টাকা জমা ও তোলার জন্য আলাদা লাইন করার নির্দেশ দেওয়া হয়েছে ব্যাঙ্কগুলিতে। প্রবীণ নাগরিক এবং প্রতিবন্ধীদের জন্যও আলাদা লাইন করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রের বক্তব্য, পাঁচশো টাকার নোট ইতিমধ্যেই ব্যাঙ্কগুলিতে আসতে শুরু করেছে। নগদের সমস্যা খুব দ্রুত মিটে যাবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন- 'নোট বাতিলকারী' সরকারের বিরোধিতায় মমতা সিপিএম ও কংগ্রেসের যৌথ আক্রমণ

.