সেনা তৎপরতায় জম্মু-কাশ্মীরে ভাঙল জঙ্গি নাশকতার ছক

সেনার তত্পরতায় দেশের মাটিতে বড়সড় জঙ্গি নাশকতার ছক ভেস্তে গেল। জম্মু ও কাশ্মীরে জঙ্গি ডেরায় রাতভর যৌথ অভিযান চালায় রাষ্ট্রীয় রাইফেলস টেরিটোরিয়াল আর্মি এবং পুলিস।  গোপন সূত্রে গোয়েন্দারা জানতে পারেন পুঞ্চে সেক্টরে একটি বাড়িতে ঘাঁটি গেড়েছে সশস্ত্র কয়েকজন জঙ্গি।

Updated By: Nov 25, 2015, 10:16 AM IST
সেনা তৎপরতায় জম্মু-কাশ্মীরে ভাঙল জঙ্গি নাশকতার ছক

ওয়েব ডেস্ক: সেনার তত্পরতায় দেশের মাটিতে বড়সড় জঙ্গি নাশকতার ছক ভেস্তে গেল। জম্মু ও কাশ্মীরে জঙ্গি ডেরায় রাতভর যৌথ অভিযান চালায় রাষ্ট্রীয় রাইফেলস টেরিটোরিয়াল আর্মি এবং পুলিস।  গোপন সূত্রে গোয়েন্দারা জানতে পারেন পুঞ্চে সেক্টরে একটি বাড়িতে ঘাঁটি গেড়েছে সশস্ত্র কয়েকজন জঙ্গি।

এরপরেই রাতের অন্ধকারে বাড়িটিতে হানা দেয় যৌথবাহিনীর দলটি। জঙ্গি ডেরা থেকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে ৩ কেজির ৩ টি আইইডি সিলিন্ডির , দুটি একে ম্যাগাজিন, ১১২ রাউন্ড গুলি, চাইনিজ গ্রেনেজ সহ বিস্ফোরণের আরও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে ঘাঁটি থেকে। এছাড়াও একটি রেডিও সেট একটি সিম কার্ড এবং বেশ কিছু পাকিস্তানি টাকা পাওয়া গেছে বলেও জানা যাচ্ছে। তবে অভিযানের আগেই চম্পট দেয় জঙ্গিরা। তাঁদের খোঁজে কাশ্মীরজুড়ে জারি তল্লাসি। একই সঙ্গে হান্ডওয়ারার রাজওয়ারের জঙ্গলেও এখনও জারি সেনা-জঙ্গি সংঘর্ষ। গত কয়েকদিনে জঙ্গিদের গুলিতে রাজওয়ারায় নিহত হয়েছে একজন লেফট্যান্যান্ট কর্নেল সহ ৩ জন সেনাকর্মী।

.