১০ মাসের ছেলেকে জোর করে মদ খাওয়াচ্ছে বাবা! ভাইরাল ভিডিও

ছেলের বয়স ১০ মাস। হাঁটা তো দূরের কথা। এখনও দাঁড়াতেও শেখেনি সে। হামা দিয়ে সারা ঘর ঘুরে বেড়ায়। সেই একরত্তি ছেলের হাতেই আস্ত একটা বিয়ারের বোতল গুঁজে দিল বাবা। জোর করে ১০ মাসের ছেলেকে মদ খাওয়ালো বাবা। মোবাইল ক্যামেরায় তোলা ফুটেজটি সামনে আসতেই শুরু হয়েছে হইচই।

Updated By: Aug 5, 2016, 01:39 PM IST
১০ মাসের ছেলেকে জোর করে মদ খাওয়াচ্ছে বাবা! ভাইরাল ভিডিও

ওয়েব ডেস্ক : ছেলের বয়স ১০ মাস। হাঁটা তো দূরের কথা। এখনও দাঁড়াতেও শেখেনি সে। হামা দিয়ে সারা ঘর ঘুরে বেড়ায়। সেই একরত্তি ছেলের হাতেই আস্ত একটা বিয়ারের বোতল গুঁজে দিল বাবা। জোর করে ১০ মাসের ছেলেকে মদ খাওয়ালো বাবা। মোবাইল ক্যামেরায় তোলা ফুটেজটি সামনে আসতেই শুরু হয়েছে হইচই।

ঘটনাটি ঘটেছে চেন্নাইতে। ফুটেজে দেখা যাচ্ছে, মেঝেতে হামা দিচ্ছে শিশুটি। সেইসময় তার হাতে বিয়ারের ২টো বোতল তুলে দেয় বাবা। আর মায়ের হাতে ধরা ফোন। সে ক্যামেরায় ছবি তুলছে। এরপরই দেখা যায়, শিশুটির বাবা হাতের বোতলটি তার মুখের কাছে তুলে দিচ্ছে। শিশুটিকে বাধ্য করছে মদের বোতলে চুমুক দিতে! প্রথমে ব্যাপারটা নিয়ে নিছক 'ছেলেখেলা' শুরু করলেও, পরে বোতলের ছিপি খুলে নিজে হাতে ছেলের মুখে মদ ঢেলে দিতে দেখা যায় বাবাকে। এবং ফের শিশুটিকে সে বাধ্য করে বোতলে চুমুক দিতে।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার হতেই ভাইরাল। দেখুন মারাত্মক সেই ভিডিওটি,

আরও পড়ুন, দিনের আলোয় ব্যস্ত রাস্তায় যুবক খুন!(ভয়ঙ্কর ভিডিও)

.