দেশের কথাও ভাবতে হবে; আলোচনার মাধ্যমেই মিলবে সমাধান, সর্বদল বৈঠকে কৃষকদের বার্তা Modi-র

গণতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিলকে ঘিরে গোলমালের পরও আলোচনার রাস্তা খোলা রাখল কেন্দ্র। বাজেট অধিবেশনের আগে সর্বদল বৈঠকের আগে সেকথা জানালেন খোদ প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর সাফ কথা, একটা ফোনেই কথা বলবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার।

Updated By: Jan 30, 2021, 03:35 PM IST
দেশের কথাও ভাবতে হবে; আলোচনার মাধ্যমেই মিলবে সমাধান, সর্বদল বৈঠকে কৃষকদের বার্তা Modi-র

নিজস্ব প্রতিবেদন: গণতন্ত্র দিবসে দিল্লিতে কৃষকদের ট্রাক্টর মিছিলকে ঘিরে গোলমালের পরও আলোচনার রাস্তা খোলা রাখল কেন্দ্র। বাজেট অধিবেশনের আগে সর্বদল বৈঠকের আগে সেকথা জানালেন খোদ প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর সাফ কথা, একটা ফোনেই কথা বলবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার।

আরও পড়ুন-আগামী সপ্তাহের মধ্যেই নির্বাচনের দিন ঘোষণা, ইঙ্গিত Subrata Mukherjeeর

শনিবার ওই বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, 'কৃষিমন্ত্রী কৃষকদের যা বলেছিলেন সেটাই ফের বলছি। কৃষি আইন(Farm Laws) নিয়ে এখনও কোনও সমঝোতা হয়নি। তবে কেন্দ্রের একটা প্রস্তাব ছিল। আলোচনা রাস্তা খোলা রয়েছে। এনিয়ে যেকোনও সিদ্ধান্ত আলোচনার মাধ্যমেই নিতে হবে। আমাদের সবাইকে দেশের কথা ভাবতে হবে।'

কৃষি আইন নিয়ে সরকারের সঙ্গে সর্বশেষ আলোচনায় কেন্দ্রের তরফে বলা হয়, আগামী দেড় বছর নয়া ৩ কৃষি আইন লাগু করবে না কেন্দ্র। কিন্তু তা প্রত্যাহার করা হবে না। এনিয়ে ভেবে দেখুক কৃষকরা। তবে কৃষকদের দাবিই ছিল, অন্য কোনও কথা নয়, আইন প্রত্যাহার করতে হবে।

এদিকে, ট্রাক্টর মিছিলে(Tractor Rally) দিল্লিতে লালকেল্লা সহ একাধিক জায়গায় হাঙ্গামার পর পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়। দুটি কৃষক সংগঠন আন্দোলন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। অন্যদিকে, পুলিসও চাপ সৃষ্টি করতে থাকে আন্দোলনকারীদের উপরে। এরকম অবস্থায় ফের সরকারের প্রস্তাব খেতিয়ে দেওয়ার কথা বললেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-আজই বিজেপিতে যোগদানের সম্ভাবনা রুদ্রনীল ঘোষের, যাচ্ছেন দিল্লি 

শনিবার সর্বদল বৈঠকে ছিলেন, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়, শিবসেনার বিনায়ক রাউত, শিরোমনি অকালি দল নেতা বলবিন্দার সিং-সহ বিভিন্ন দলের নেতা।

.