Red Fort দখল করে নতুন বিক্ষোভস্থল বানানোর ছক ছিল কৃষকদের, চার্জশিটে দাবি দিল্লি পুলিসের

নিজস্ব প্রতিবেদন: এবছর লালকেল্লায়(Red Fort) কৃষকদের ঢুকে পড়ার পেছনে এক গভীর ষড়যন্ত্র ছিল। তাদের লক্ষ্য ছিল দিল্লি সীমান্তের আন্দোলনস্থলের পাশাপাশি লালকেল্লাতেও আন্দোলন করা হবে। গণতন্ত্র দিবসে লালকেল্লায় কৃষকদের ঢুকে পড়ার ঘটনায় চার্জশিটে বলল দিল্লি পুলিস(Delhi Police)।

আরও পড়ুন-চিতাবাঘকে পিষে ডিকিতে তুলে পালানোর চেষ্টা, তাড়া করে ঘাতক গাড়ি ধরল পুলিস

উল্লেখ্য, এবছর ২৬ জানুয়ারি দিল্লিতে ট্রাক্টর মিছিলের(Tractor Rally) আয়োজন করেছিল নতুন কৃষি আইন(Farm Laws) বিরোধী কৃষকরা। কথা ছিল নির্দিষ্ট রুট ধরে যাবে ওই মিছিল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় দিল্লির রাস্তায় পুলিসকে তাড়া করছে কৃষদের ট্রাক্টর। পাশাপাশি লালকেল্লাতেও(Red Fort) ঢুকে পড়ে বিক্ষোভকারী কৃষকরা। সেই ঘটনায় চার্জিশিট দিল দিল্লি পুলিস।

ওই চার্জশিটে বলা হয়েছে, কৃষকদের লক্ষ্য ছিল লালকেল্লাকে দ্বিতীয় আন্দোলনস্থল হিসেবে গড়ে তোলা।  ৩২৩২ পাতার ওই চার্চশিটে অভিনেতা দীপ সিধুর ও আরও ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। প্রসঙ্গত, দীপ সিধুর নেতৃত্বেই একদল কৃষক লালকেল্লায় ঢুকে পড়ে গম্বুজে ধর্মীয় পতাকা তুলে দেয়।

আরও পড়ুন-Yaas-র দাপটে তছনছ বকখালি, নেই আয়লা সেন্টার, ভরসা শুধুমাত্র হোটেল

দিল্লি পুলিস জানিয়েছে, অভিযুক্ত ১৬ জনের মধ্যে ১৩ জন জামিনে মুক্ত। এদের মধ্যে রয়েছে খোদ দীপ সিধু। পুলিসের কাছে রেকর্ড রয়েছে কীভাবে দীপ সিধুর নেতৃত্বে একদল কৃষক লালকেল্লায় ঢুকে পড়ে। 

English Title: 
Farmers protest: Farmers wanted to make Red Fort new protest site, says Delhi Police's chargesheet
News Source: 
Home Title: 

Red Fort দখল করে নতুন বিক্ষোভস্থল বানানোর ছক ছিল কৃষকদের, চার্জশিটে দাবি দিল্লি পুলিসের

Red Fort দখল করে নতুন বিক্ষোভস্থল বানানোর ছক ছিল কৃষকদের, চার্জশিটে দাবি দিল্লি পুলিসের
Yes
Is Blog?: 
No
Section: