Farmers Protest: বুধবার কী কী বিষয়ে কথা হবে, বৈঠকের ২৪ ঘণ্টা আগে কেন্দ্রকে চিঠি কৃষকদের
৩ নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির উপকন্ঠে কৃষকদের বিক্ষোভ(Farmers Protest) একমাস পার হয়েছে। কৃষকরা অনড়, প্রত্যাহার করতে হবে নয়া কৃষি আইন
নিজস্ব প্রতিবেদন: বুধবার ফের দিল্লিতে আন্দোলনকারী কৃষকদের সঙ্গে আলোচনায় বসছে কেন্দ্র। কিন্তু আগেই ফের এক নতুন পদক্ষেপ কৃষকদের।
মঙ্গলবার কেন্দ্রকে এক চিঠি দিয়ে আগামিকালের আলোচনার বিষয়বস্তু জানিয়ে দিয়েছে কৃষকরা। এদিন কেন্দ্রীয় কৃষি সচিব সঞ্জয় আগরওয়ালকে একটি চিঠি দিয়ে জানানো হয়েছে, ৩ কৃষি আইন বাতিলের কী পন্থাপদ্ধতি হবে তা নিয়েও বুধবার আলোচনা করতে হবে। প্রসঙ্গত, সরকার খোলা মনে কৃষি আইন নিয়ে আলোচনা করতে চাইলেও কৃষকদের এই নতুন চিঠি সমঝোতার চেষ্টাকে ধাক্কা দিতে পারে বলেও মেন করছে কোনও কোনও মহল।
আরও পড়ুন-বাসে ভাঙচুর-বাইকে আগুন, TMC নেতা খুনে অগ্নিগর্ভ Howrah
উল্লেখ্য, বুধবার বেলা ২টোয় দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসার কথা কৃষকদের। তার আগে মঙ্গলবার সংযুক্ত কিষাণ মোর্চার তরফে আজ চিঠিতে যেসব শর্ত দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে MSP-র গ্যারান্টি দিতে হবে, ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ড বিলের খসড়া বাতিল করতে হবে।
এদিকে, ৩ নয়া কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লির উপকন্ঠে কৃষকদের বিক্ষোভ(Farmers Protest) একমাস পার হয়েছে। কৃষকরা অনড়, প্রত্যাহার করতে হবে নায় কৃষি আইন, দিতে হবে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের নিশ্চয়তা। বেশকিছু দিন ধরেই পঞ্জাব, হরিয়ানা-সহ একাধিক রাজ্যের কৃষকরা দিল্লির সিংঘু, টিকরি সহ একাধিক সীমান্ত এসে বসে রয়েছেন। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রয়োজন হলে ৬ মাস, এক বছর বসে থাকব। কিন্তু কৃষি আইন(Farm Laws) প্রত্যাহার করতে হবে।
আরও পড়ুন-বাংলায় সাম্প্রদায়িকতা না রুখলে রবি-নেতাজির যোগ্য উত্তরসূরী হতে পারব না: Amartya
এদিকে, গত শনিবার কৃষি আইন নিয়ে বিরোধীদের বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, বিরোধীরাই কৃষক বিক্ষোভে ইন্ধন যোগাচ্ছে। শনিবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির ১৮,০০০ কোটি টাকা দেওয়ার অনুষ্ঠানে তিনি বলেন, PM-KISAN চালু করতে দেয়নি বাংলা। তারাই আবার দিল্লিতে গিয়ে কৃষকদের কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগছে। কৃষকদের বলছি, মান্ডি থাকবে, MSP থাকবে। কৃষকরা যেখানে পারেন তাদের ফসল বিক্রি করুন, কোনও বাধা নেই।