কৃষক আন্দোলনে ফের উত্তাল হল মুম্বই, সরকারের আশ্বাসে থামল বিক্ষোভ
রাজ্য সরকারের থেকে লিখিত আশ্বাস পেয়ে মুম্বইয়ে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করলেন মহারাষ্ট্রের কৃষকরা। জমির অধিকারের দাবিতে বৃহস্পতিবার মুম্বইয়ে পৌঁছয় কৃষকদের বিশাল মিছিল। থানে থেকে টানা ২ দিন হেঁটে বৃহস্পতিবার দুপুরে আজাদ ময়দানে পৌঁছন হাজার হাজার আদিবাসী কৃষক। দাবি একটাই, 'লাঙল যার, জমি তার।' দিনের শেষে কৃষকদের সেই দাবি লিখিত ভাবে মেনে নিয়েছে মহারাষ্ট্রের ফড়নবীস সরকার।
নিজস্ব প্রতিবেদন: রাজ্য সরকারের থেকে লিখিত আশ্বাস পেয়ে মুম্বইয়ে বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করলেন মহারাষ্ট্রের কৃষকরা। জমির অধিকারের দাবিতে বৃহস্পতিবার মুম্বইয়ে পৌঁছয় কৃষকদের বিশাল মিছিল। থানে থেকে টানা ২ দিন হেঁটে বৃহস্পতিবার দুপুরে আজাদ ময়দানে পৌঁছন হাজার হাজার আদিবাসী কৃষক। দাবি একটাই, 'লাঙল যার, জমি তার।' দিনের শেষে কৃষকদের সেই দাবি লিখিত ভাবে মেনে নিয়েছে মহারাষ্ট্রের ফড়নবীস সরকার।
এদিন বেলা বাড়তেই আজাদ ময়দানের দখল নেন কৃষকরা। সরকারের বিরুদ্ধে চলতে থাকে বিক্ষোভ স্লোগান। বিধানসভা অভিযান রুখতে পুলিসি ব্যবস্থা থাকলেও কৃষকদের কোথাও বাধা দেয়নি তারা। দুপুরে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীসের সঙ্গে দেখা করেন কৃষকদের ২০ সদস্যের প্রতিনিধিদল। প্রায় ২ ঘণ্টা চলে বৈঠক।
Lok Sangarsh Morcha, which has led the farmers' protests at Azad Maidan, Mumbai has called off the protest after getting written assurances on their demands from Maharashtra Government. pic.twitter.com/N3PMzmjrJT
— ANI (@ANI) November 22, 2018
বৈঠক শেষে কৃষক নেতাদের তরফে বিক্ষোভ প্রত্যাবারের ঘোষণা করা হয়। জানানো হয়, কৃষকদের দাবি লিখিত ভাবে মেনে নিয়েছে সরকার। কৃষক নেতাদের সামনেই সমস্যা সমাধানে ভিডিও কনফারেন্সিংয়ে জেলাশাসককে যাবতীয় নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
চাকুরিপ্রার্থীদের সংখ্যা রেকর্ড ছুঁল ভারতে, একবছরে বাড়ল প্রায় ২-৩ শতাংশ
মহারাষ্ট্রে ২.৩ লক্ষ আদিবাসী কৃষকের জমির মালিকানা নেই বলে অভিযোগ কৃষক নেতাদের। জমির অধিকার আদায় করতে লোক সংঘর্ষ মোর্চা নামে সংগঠনের ছাতার তলায় মহারাষ্ট্র বিধানসভা অভিযানের লক্ষ্যে থানে থেকে পদযাত্রা শুরু করেন কৃষকরা। নাম দেওয়া হয় উলগুলান মোর্চা। প্রায় ২ দিন হেঁটে মুম্বই পৌঁছন সেরাজ্যের ১৯ জেলার ১০,০০০ কৃষক।