কৃষিবিলের বিরোধিতায় কেন্দ্রকে কড়া বার্তা পাঞ্জাব মুখ্যমন্ত্রীর

কৃষকদের স্বার্থরক্ষার্থে পদত্যাগ করতেও পিছপা হবেন না-- এমনই জানালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং।

Updated By: Oct 20, 2020, 04:29 PM IST
কৃষিবিলের বিরোধিতায় কেন্দ্রকে কড়া বার্তা পাঞ্জাব মুখ্যমন্ত্রীর

নিজস্ব সংবাদদাতা: আগেই বলেছিলেন দরকার হলে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে তাঁর আপত্তি নেই। কৃষকদের স্বার্থরক্ষার্থে পদত্যাগ করতেও পিছপা হবেন না-- এ বার এমনই জানালেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং।

কৃষি আইন নিয়ে বিতর্কের মধ্যে বিধানসভায় দাঁড়িয়ে অমরেন্দ্র সিং জানান, এ জন্য যদি ক্ষমতাচ্যুতও হতে হয়, আপত্তি নেই তাঁর। নতুন কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছেন দেশের কৃষকসমাজ। মঙ্গলবার পাঞ্জাব বিধানসভার অধিবেশনে সেই প্রসঙ্গ উঠলে অমরেন্দ্র বলেন, এ বিষয়ে কেন্দ্রীয় নীতির প্রতিবাদ করে পদত্যাগ করতে ভয় নেই তাঁর। সরকার পড়ে যাওয়ার আশঙ্কাও করেন না তিনি। কিন্তু কোনও ভাবেই কৃষকদের কষ্ট পেতে দেবেন না।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে, ওই আইন প্রত্যাহার করতেও কেন্দ্রের কাছে সুপারিশ করেন অমরেন্দ্র। কেননা এরপর যদি যুবসমাজ রাস্তায় নেমে পড়ে, তাতে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে দাঁড়াতে পারে বলে মত তাঁর।

কেন্দ্রীয় কৃষি আইনের পাল্টা রাজ্যও কেন এ সংক্রান্ত কোনও বিল আনছে না, তা নিয়ে গত কয়েক দিন ধরেই বিরোধীদের প্রশ্নের মুখে পড়ছিল পাঞ্জাব সরকার। এ দিন অবশ্য বিধানসভায় চারটি বিল পেশ করেছে অমরেন্দ্রের সরকার। তাতে কেন্দ্রীয় কৃষি আইনে কয়েকটি সংশোধনের প্রস্তাবও করা হয়েছে।

আরও পড়ুন: ICC চেয়ারম্যান পদের লড়াইয়ে নেই সৌরভ গাঙ্গুলি!

.