ভারতীয় সেনা জওয়ানদের ওপর আক্রমণের ঘটনায় কড়া নিন্দা করলেন অভিনেতা ফরহান আখতার
ক্রিকেটার গৌতম গম্ভীরের পর এবার নিন্দায় সরব অভিনেতা ফরহান আখতার। কাশ্মীরে ভারতীয় সেনা জওয়ানদের ওপর বেনজির আক্রমণের কড়া নিন্দা করলেন জীবন্ত কিংবদন্তি জাভেদ আখতারের পুত্র বলিউড তারকা ফরহান আখতার। অভিনেতা তথা গায়ক তথা পরিচালক ফরহান আখতার নিজের টুইটার হ্যান্ডেলে গোটা বিষয়ে অভিযুক্তদের শাস্তির আর্জি জানিয়ে লিখেছেন, "ভারতীয় সেনা জওয়ানদের ওপর লাথি, ঘুষির ভিডিও ফুটেজ দুঃজনক। তবে সেনাদের সংযম প্রশংসনীয়। যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের বিরুদ্ধে শীঘ্রই কড়া ব্যবস্থা নেওয়া হোক"।
ওয়েব ডেস্ক: ক্রিকেটার গৌতম গম্ভীরের পর এবার নিন্দায় সরব অভিনেতা ফরহান আখতার। কাশ্মীরে ভারতীয় সেনা জওয়ানদের ওপর বেনজির আক্রমণের কড়া নিন্দা করলেন জীবন্ত কিংবদন্তি জাভেদ আখতারের পুত্র বলিউড তারকা ফরহান আখতার। অভিনেতা তথা গায়ক তথা পরিচালক ফরহান আখতার নিজের টুইটার হ্যান্ডেলে গোটা বিষয়ে অভিযুক্তদের শাস্তির আর্জি জানিয়ে লিখেছেন, "ভারতীয় সেনা জওয়ানদের ওপর লাথি, ঘুষির ভিডিও ফুটেজ দুঃজনক। তবে সেনাদের সংযম প্রশংসনীয়। যারা এই ঘটনায় অভিযুক্ত তাদের বিরুদ্ধে শীঘ্রই কড়া ব্যবস্থা নেওয়া হোক"।
The footage of our soldiers being slapped and heckled is sickening.. their restraint admirable. Action must be taken immediately.
— Farhan Akhtar (@FarOutAkhtar) April 14, 2017
উল্লেখ্য, শ্রীনগরে ভারতীয় সেনা জওয়ানদের ওপর কাশ্মীরের উন্মাদ যুবদের বেনজির আক্রমণের কড়া নিন্দা করেছিলেন ক্রিকেটার গৌতম গম্ভীর। ২৪ ঘণ্টার মধ্যেই ভারতীয় সেনা জওয়ানদের ওপর হামলার নিন্দা করলেন ফরহান। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে গোটা দেশ। কেন্দ্রেও এই ঘটনাকে বেশ কড়া নজরেই দেখছে। এমন অবস্থায় অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে প্রশাসন, সেই দিকেই তাকিয়ে সব মহল!