Farmer Protest: রবিবার বৈঠকের আগে সরকারের কোর্টে বল, এমএসপি-র জন্য অর্ডিন্যান্স দাবি কৃষকদের

দেশজুড়ে কৃষকদের আন্দোলন জোরদার হচ্ছে। শনিবার, বিক্ষোভকারী কৃষকরা হরিয়ানায় একটি ট্রাক্টর মিছিলের আয়োজন করেছিল এবং সিনিয়র বিজেপি নেতাদের বাসভবনের বাইরে ধরনায় বসেছিল। পাশাপাশি তামিলনাড়ুর থাঞ্জাভুরে 'রেল রোকো' বিক্ষোভ চলাকালীন প্রায় ১০০ জন কৃষককে গ্রেফতার করা হয়েছিল।

Updated By: Feb 18, 2024, 09:23 AM IST
Farmer Protest: রবিবার বৈঠকের আগে সরকারের কোর্টে বল, এমএসপি-র জন্য অর্ডিন্যান্স দাবি কৃষকদের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, পীযূষ গোয়েল এবং নিত্যানন্দ রাইয়ের কৃষকদের বিক্ষোভের সমাধানের লক্ষ্যে চতুর্থ দফা আলোচনার জন্য রবিবার চণ্ডীগড়ে কৃষক নেতাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। ফেব্রুয়ারী ৮, ১২ এবং ১৫ তারিখে অনুষ্ঠিত পূর্ববর্তী মিটিংগুলি কোনও ফলাফল দিতে ব্যর্থ হয়েছিল।

আসন্ন আলোচনার আগে, কৃষক নেতা সারওয়ান সিং পান্ধের ন্যূনতম সমর্থন মূল্যের (এমএসপি) জন্য আইনি গ্যারান্টি প্রদান করে একটি অধ্যাদেশ জারি করার জন্য কেন্দ্রকে আহ্বান জানিয়েছেন।

চলমান কৃষকদের বিক্ষোভের কী হয়েছে এতদিন?

কৃষকদের বিক্ষোভ ভারতীয় কিষান ইউনিয়ন (চারুনি) এবং বিকেইউ নেতা রাকেশ টিকাইত সহ সারাদেশের বিভিন্ন কৃষক ইউনিয়নের সমর্থন পেয়েছে, যারা তাদের দাবি পূরণ না হলে আরও বিক্ষোভ এবং সম্ভাব্য ট্র্যাক্টর মার্চের পরিকল্পনা ঘোষণা করেছে। তাদের দাবির সমর্থনে সরকারকে চাপ দেওয়ার জন্য, কৃষকরা ২১ ফেব্রুয়ারি উত্তর প্রদেশ, হরিয়ানা, পঞ্জাব এবং উত্তরাখণ্ডে ধরনা দেবে বলে টিকাইত বলেছেন।

ভারতীয় কিষাণ ইউনিয়নের (চারুনি) নেতা গুরনাম সিং চারুনি বলেছেন, রবিবার কুরুক্ষেত্রে একটি 'মহাপঞ্চায়েত' করার পরিকল্পনা করা হয়েছে। সেখানে কৃষক সংগঠন, শ্রমিক এবং সরপঞ্চ ইউনিয়নগুলি প্রতিবাদী কৃষকদের সমর্থন করার জন্য তাদের পরবর্তী পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করবে।

আরও পড়ুন: BJP's National Council Meeting: সন্দেশখালি ইস্যুতে লড়াইয়ের জন্য বঙ্গ বিজেপিকে অভিনন্দন দলের অধিবেশনে, মার্চেই রাজ্যে মোদী!

দেশজুড়ে কৃষকদের আন্দোলন জোরদার হচ্ছে। শনিবার, বিক্ষোভকারী কৃষকরা হরিয়ানায় একটি ট্রাক্টর মিছিলের আয়োজন করেছিল এবং সিনিয়র বিজেপি নেতাদের বাসভবনের বাইরে ধরনায় বসেছিল। পাশাপাশি তামিলনাড়ুর থাঞ্জাভুরে 'রেল রোকো' বিক্ষোভ চলাকালীন প্রায় ১০০ জন কৃষককে গ্রেফতার করা হয়েছিল।

বিক্ষোভের প্রতিক্রিয়ায়, হরিয়ানা সরকার আইনশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সাতটি জেলায় মোবাইল ইন্টারনেট এবং বাল্ক এসএমএস পরিষেবার উপর নিষেধাজ্ঞা ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে।

আরও পড়ুন: Firecracker Factory Blast: বাজি কারখানার বিস্ফোরণের নিহত ৯, উড়ে গেল পাশের ৪ বাড়ি

পঞ্জাব ও হরিয়ানার মধ্যে শম্ভু এবং খানৌরি সীমান্ত পয়েন্টে কৃষকদের ক্যাম্প-আউট রবিবার ষষ্ঠ দিনে প্রবেশ করেছে। তাদের 'দিল্লি চলো' প্রতিবাদ মিছিল নিরাপত্তা কর্মীদের বন্ধ করে দিয়েছে।

বিক্ষোভকারী কৃষকরা শুধু MSP-এর আইনি গ্যারান্টি নয়, স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়ন, কৃষক ও শ্রমিকদের জন্য পেনশন স্কিম, ঋণ মকুব, বিদ্যুতের দাম বৃদ্ধি না করা, পুলিসি মামলা প্রত্যাহার, লখিমপুরের নির্যাতিতদের জন্য ন্যায়বিচার চাইছেন।

খেরি হিংসা, ভূমি অধিগ্রহণ আইন, ২০১৩ পুনঃস্থাপন এবং ২০২০-২১ আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ক্ষতিপূরণও চেয়েছেন তাঁরা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp)

 

.