সৌদি থেকে ফিরেই ধর্ম বদল করতে চাপ দিচ্ছেন স্বামী, পুলিসে অভি‌যোগ গৃহবধূর

ফৈজাবাদের মাহুমুদ মাও গ্রামের বাসিন্দা শোভাবতী পুলিসকে জানিয়েছেন, বীরেন্দ্রের গোটা পরিবারটাই টাকার লোভে ইসলাম গ্রহণ করেছে

Updated By: Jul 22, 2018, 02:37 PM IST
সৌদি থেকে ফিরেই ধর্ম বদল করতে চাপ দিচ্ছেন স্বামী, পুলিসে অভি‌যোগ গৃহবধূর

নিজস্ব প্রতিবেদন: স্বামী ইসলাম ধর্ম গ্রহণ করতে চাপ দিচ্ছেন। ধর্ম না পাল্টালে খুনও হয়ে ‌যেতে পারেন। এমনই অভি‌যোগ করলেন ফৈজাবাদের এক গৃহবধূ।

শিববতী নামে ওই গৃহবধূর দাবি, তাঁর স্বামী ৩ বছর আগে সৌদি আরবে গিয়েছিলেন। তাঁর নাম ছিল বীরেন্দ্র। দেশে ফিরেছেন ইসলাম গ্রহণ করে। তাঁর নাম এখন বিলাল। এবার ২ সন্তান সহ গোটা পরিবারকেই চাপ দিচ্ছেন ইসলাম গ্রহণ করার জন্য।

আরও পড়ুন-পুলিসকর্মীর দেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে কাশ্মীরে ৩ জঙ্গিকে খতম করল সেনা

ফৈজাবাদের মাহুমুদ মাও গ্রামের বাসিন্দা শোভাবতী পুলিসকে জানিয়েছেন, বীরেন্দ্রের গোটা পরিবারটাই টাকার লোভে ইসলাম গ্রহণ করেছে। তাঁকেও মোটা টাকা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি তা গ্রহণ করেননি।

বীরেন্দ্রের বড়ভাই শিবপূজন নিজের নাম বদল করে হয়েছেন আবদুল্লা, দুই ভাইও ইসলাম গ্রহণ করেছেন। বোনও নাম বদল করে আমিনা হয়েছেন।

আরও পড়ুন-দার্জিলিঙে আবাসিক স্কুলে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ

বিষয়টি নিয়ে ফৈজাবাদের এসএসপি বীরেন্দ্রের নামে একটি অভি‌যোগ জমা পড়েছে। তাঁর স্ত্রী  অভি‌যোগ করেছেন। গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

.