আধার কার্ড না আনায় বেধড়ক মার, অস্ত্রোপচার করতে হল ছাত্রের হাঁটুতে

Updated By: Oct 30, 2017, 02:48 PM IST
আধার কার্ড না আনায় বেধড়ক মার, অস্ত্রোপচার করতে হল ছাত্রের হাঁটুতে

নিজস্ব প্রতিবেদন: আধার কার্ড না আনায় বছর দশেকের ছাত্রকে বেধড়র পেটালেন পুনের এক স্কুল শিক্ষক। শিক্ষকের মারে ছাত্রটি হাঁটু এতটাই জখম হয়ে ‌যায় ‌যে তাকে শেষপ‌র্যন্ত অস্ত্রোপচার করাতে হয়।

রবিবার ওই ছাত্রের পরিবার থানায় অভি‌যোগ করার পরই ঘটনাটি সামনে আসে। ছেলেটি পড়াশোনা করতো পুনের মোরিয়া শিক্ষা সংস্থা নামে একটি স্কুলে। অভি‌যোগ, স্কুলে শিক্ষক খারাট ছাত্রছাত্রীদের আধার কার্ড আনতে বলেন। তা না আনতেই মাথা গরম হয়ে ‌যায় ওই শিক্ষকের।

ছাত্রের মা সঙ্গীতা বেলে জানিয়েছেন, ‘স্কুলের একটি কাজের জন্য আধার কার্ড চাওয়া হয়। কিন্তু তা না আনার জন্য এভাবে মারধর করা হবে ভাবতে পারিনি।‘ শিক্ষকের মার খেয়ে মারাত্মক জখম হয় ছাত্রটির হাঁটু। মারধরের ঘটনাটি সে বাড়িতেও বলেনি। হাঁটতে অসুবিধা হওয়ায় তাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি ছাত্রটিকে হাসপাতালে ভর্তি করতে বলেন। তারপরই গোটা ঘটনাটি বেরিয়ে আসে। হাসপাতালে তার হাঁটুতে অস্ত্রোপচার করা হয়।

আরও পড়ুন-ক্রিকেটারদের প্রাপ্য টাকাই দিচ্ছে না বিসিসিআই!

.