বঙ্গে মমতাই, কেরালা-তামিলনাড়ু-অসমে পরিবর্তনের পক্ষে রায়, বলছে এক্সিট পোল

রাজ্যে ৬ দফায় ভোট উতসব শেষ হয়েছে। আনন্দ, হিংসা রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি সবই শেষ। এখন বাকি আর দু'দিন। তারপরই জানা যাবে পশ্চিমবঙ্গের মসনদ কার দখলে থাকছে আগামী পাঁচ বছরের জন্য। মানুষের জন্য শুধুই প্রতিশ্রুতি, নাকি প্রতিশ্রুতি পালন। তা এখন শুধুই সময়ের অপেক্ষা।

Updated By: May 16, 2016, 10:29 PM IST
বঙ্গে মমতাই, কেরালা-তামিলনাড়ু-অসমে পরিবর্তনের পক্ষে রায়, বলছে এক্সিট পোল

ওয়েব ডেক্স : রাজ্যে ৬ দফায় ভোট উতসব শেষ হয়েছে। আনন্দ, হিংসা রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি সবই শেষ। এখন বাকি আর দু'দিন। তারপরই জানা যাবে পশ্চিমবঙ্গের মসনদ কার দখলে থাকছে আগামী পাঁচ বছরের জন্য। মানুষের জন্য শুধুই প্রতিশ্রুতি, নাকি প্রতিশ্রুতি পালন। তা এখন শুধুই সময়ের অপেক্ষা।

 

আরও পড়ুন, রাজ্যে তৃণমূলে আর জোটে হতে চলেছে জোর টক্কর, জানাল নিউজ নেশনের এক্সিট পোল

 

১৯ মে নির্বাচনের ফল ঘোষণা। পশ্চিমবঙ্গের পাশাপাশি, কেরালা, তামিলনাড়ু, অসম ও পুডুচেরিতেও একসঙ্গেই ফল ঘোষণা হবে ওই দিন। তবে, তার মাঝে  বাংলা, কেরালা ও তামিলনাড়ুর দিকেই চোখ থাকছে দেশের।

 

আরও পড়ুন, রেকর্ড সংখ্যাক আসন নিয়ে ফের ক্ষমতায় আসছে তৃণমূল, জানাল ইন্ডিয়া টুডে-এর সমীক্ষা

 

বাংলা ও অসমে ভোটপর্ব শেষ হয়েছে আগেই। আজ শেষ হল তামিলনাড়ু, কেরালা ও পডুচেরিতে। আর তারপর থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে শুরু হয়েছে এক্সিট পোল। কোথাও, এগিয়ে তৃণমূল কংগ্রেস। কোথাও আবার ডিএমকে বা এআইএডিএমকে-র নাম। অন্যদিকে, কেরলে এগিয়ে রাখা হয়েছে বামেদেরই। তবে, অসম পরিবর্তনের ঝড় তুলে গেরুয়া রঙে রাঙতে চলেছে বলেই দাবি এক্সিট পোলের।

 

আরও পড়ুন, তৃণমূলই রাজ্যে এগিয়ে, বলছে টাইমস নাও-সি ভোটার সমীক্ষা

 

একনজরে দেখেনি কী বলছে এক্সিট পোল-

কেরল-(আসন সংখ্যা ১৪০)

দল                        টাইমস নাও-সি ভোটার        ইন্ডিয়া টুডে        নিউজ নেশন       পোল অফ এক্সিট পোলস
এলডিএফ     ৭৮        ৯৪ ৬৯ ৭৯
ইউডিএফ    ৫৮        ৪৩ ৭০ ৫৭
বিজেপি       ১
অন্যান্য      ২

তামিলনাড়ু-(আসন সংখ্যা ২৩৪)

দল             টাইমস নাও-সি ভোটার ইন্ডিয়া টুডে  নিউজ নেশন   পোল অফ এক্সিট পোলস
এডিএমকে ৯৫ ৯৭ ১৩৯ ১১০
ডিএমকে+ ১৩২ ১১৬ ৭৮ ১০৯
বিজেপি
অন্যান্য ২০ ১৭ ১৫

অসম-(আসন সংখ্যা ১২৬)

দল         টাইমস নাও-সি ভোটার      ইন্ডিয়া টুডে    টুডেজ চানক্য পোল অফ এক্সিট পোলস
বিজেপি ৫৭ ৭৯-৯৩ ৯০ ৭৪
কংগ্রেস ৪১ ২৬-৩৩ ২৭ ৩৪
এইউডিএফ ১৮ ৬-১০ ১৩
অন্যান্য ১০ ১-৪

পশ্চিমবঙ্গ-(আসন সংখ্যা ২৯৪)

দল টাইমস নাও-সি ভোটার     ইন্ডিয়া টুডে নিউজ নেশন পোল অফ এক্সিট পোলস
তৃণমূল কংগ্রেস ১৬৭ ২৪৩ ১৫৩ ১৯৬
বাম+কংগ্রেস ১২০ ৪৫ ১৩৬ ৯২
বিজেপি
অন্যান্য

 

.