বাড়িতেই মিলল ঝুলন্ত দেহ, আত্মঘাতী প্রাক্তন সিবিআই ডিরেক্টর অশ্বিনী কুমার

২০১৩ সালে নাগাল্যান্ডের গভর্নর হিসেবে শপথ নেন

Updated By: Oct 7, 2020, 10:03 PM IST
 বাড়িতেই মিলল ঝুলন্ত দেহ, আত্মঘাতী প্রাক্তন সিবিআই ডিরেক্টর অশ্বিনী কুমার
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: শিমলার ব্রকহস্টের বাড়িতেই মিলল ঝুলন্ত দেহ।  শিমলা পুলিসের দাবি, আত্মঘাতী হয়েছেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর ও নাগাল্যান্ডের প্রাক্তন রাজ্যপাল অশ্বিনী কুমার। একসময় হিমাচলপ্রদেশের ডিজিও ছিলেন তিনি।

আরও পড়ুন-পুজোর আগে সুখবর, ইস্ট-ওয়েস্ট মেট্রোর বরাদ্দ বৃদ্ধিতে সিলমোহর কেন্দ্রীয় মন্ত্রিসভার

শিমলার এসপি মেহিত চাওলা সংবাদমাধ্যমে জানিয়েছেন, বুধবার তাঁর বাড়ি থেকে অশ্বিনী কুমারের দেহ উদ্ধার করে পুলিস। কী কারণ আত্মঘাতী হলেন অশ্বিনী কুমার তা এখনও স্পষ্ট নয়।

হিমাচলপ্রদেশের সিরমৌরে জন্ম অশ্বিনী কুমারের। তিন দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন সরকারি পদে ছিলেন। শেষপর্যন্ত সিবিআইয়ের ডিরেক্টরও হয়েছিলেন।

১৯৭৩ সালে হিমাচল প্রদেশ ক্যাডেটে আইপিএস হন অশ্বিনী কুমার।  মান্ডি ও কাংড়ায় ছিলেন এএসপি পদে।  ১৯৮৫ সালে শিমলার এসপি থাকাকালীন তিনি  দায়িত্ব পান এসপিজির। টানা পাঁচ বছর ছিলেন ওই বাহিনীতে।

আরও পড়ুন-এবার ট্রেনের টিকিট পাওয়া যাবে Amazon-এ, রয়েছে ক্যাশব্যাকের সুযোগও

২০০৬ সালে হিমাচল প্রদেশের জিডি হন অশ্বিনী কুমার। দায়িত্ব নিয়েই রাজ্য পুলিসে একাধিক সংস্কার করে খবর চলে আসেন। টানা ২ বছর ওই পদে থাকার পর তাঁকে আনা হয় সিবিআইয়ের ডিরেক্টর পদে। ওই পদেও ছিলেন ২ বছর। ২০১৩ সালে নাগাল্যান্ডের গভর্নর হিসেবে শপথ নেন।

.