'টিকাকরণ যেন Arranged Marriage', তুলনা Biocon অধিকর্তার, পাল্টা মন্ত্রীদের
'প্রথমে পছন্দ হয় না, তারপর কেউই জোটে না '
নিজস্ব প্রতিবেদন: দেশের টিকাকরণ পরিস্থিতিকে অ্যারেঞ্জড ম্যারেজের (Arranged Marriage) সঙ্গে তুলনা করলেন বায়োকন অধিকর্তা। বেঙ্গালুরু কেন্দ্রিক ঐ বায়োটেক সংস্থার চেয়ারপার্সন কিরণ মজুমদার শ (Kiran Majumder Shaw)। শনিবার বিদ্রুপের আকারে তিনি টুইটে লেখেন, 'দেশের টিকাকরণ পরিস্থিতি ঠিক যেন অ্যারেঞ্জড ম্যারেজ। প্রথমে আপনি প্রস্তুত থাকেন না। তারপর আপনার কাউকে পছন্দ হয় না। আর সবশেষে কপালে কেউই জোটে না!' তিনি আরও লেখেন, 'যাঁরা পেয়েছেন তাঁরা ভাবছেন অন্যটা হয়ত বেশি ভালো ছিল। আর যাঁরা একেবারেই পাননি, তাঁরা যেকোন একটা পেতে চাইছেন।'
The vaccine situation in India is like arranged marriage. First u r not ready, then u dont like any, then u dont get any!!
Those who got are unhappy thinking may be the other one would have been better. Those who did not get any are willing to get any one
— Kiran Mazumdar-Shaw (@kiranshaw) May 15, 2021
শনিবার তাঁর এই মন্তব্যে বিদ্রুপের সুর বজায় রেখেই পাল্টা দেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ সিং পুরিও (Hardeep Singh Puri)। তিনি লেখেন, 'সব বিয়ে তো আর প্রথম দেখাতেই প্রেম দিয়ে শুরু হয় না।' রিটুইট করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন (Harshvardhan)। বায়োকন অধিকর্তাকে ট্যাগ করে তিনি লেখেন, 'কোনো ঘাটতি হবে না। সবাই সবার পারফেক্ট সঙ্গীকে খুঁজে পাবেন।'
Rest assured Ms @kiranshaw Ji, there shall be no shortage for each to find their perfect match!
With manufacturers onboard to augment supply, fast-tracked entry of foreign ones & new candidates holding potential entering the fray, one may be left cherry picking !@HardeepSPuri https://t.co/wIIgf4iKRM
— Dr Harsh Vardhan (@drharshvardhan) May 15, 2021
তবে এই প্রথম নয়। এর আগেও কেন্দ্রের ভ্যাকসিন নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন কিরণ। স্বাস্থ্য মন্ত্রককে ট্যাগ করে টুইটে টিকাকরণে অব্যবস্থা নিয়ে একাধিকবার সরব হয়েছেন।
আরও পড়ুন: রাতারাতি আরও শক্তিশালী ঘূর্ণিঝড় 'তৌকতাই', উপকূলে হাই অ্যালার্ট জারি