Nupur Sharma: "আজ পয়গম্বর মহম্মদ জীবিত থাকলে...", নূপুর শর্মার মন্তব্য-বিতর্কে বিস্ফোরক তসলিমা

পয়গম্বর মহম্মদকে নিয়ে নূপুর শর্মার এই মন্তব্য-বিতর্ক এবং তা নিয়ে অশান্তি প্রসঙ্গে টুইটারে লিখলেন তসলিমা নাসরিন (Taslima Nasreen)। লেখিকা লেখেছেন, "যদি আজ পয়গম্বর মহম্মদ জীবিত থাকতেন, তবে বিশ্বজুড়ে মুসলিমদের এই উদ্মাদনা দেখে তিনি অবাক হতেন।"

Updated By: Jun 11, 2022, 09:20 PM IST
Nupur Sharma: "আজ পয়গম্বর মহম্মদ জীবিত থাকলে...", নূপুর শর্মার মন্তব্য-বিতর্কে বিস্ফোরক তসলিমা

নিজস্ব প্রতিবেদন: পয়গম্বর মহম্মদকে নিয়ে সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্য। যার জন্য ঘরে-বাইরে প্রবল চাপে কেন্দ্রীয় সরকার। দিকে দিকে অশান্তি তৈরি হয়েছে। রাস্তায় নেমেছে একটা বিশেষ ধর্মের মানুষ। এই পরিস্থিতিতে মুখ খুললেন লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasreen)।

দেশের বিভিন্ন অংশের পাশাপাশি নূপুর শর্মার মন্তব্য বিতর্কের আঁচ পড়েছে এ রাজ্যেও। বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত হাওড়ার একাধিক এলাকা, উলুবেড়িয়া, অঙ্কুরহাটি। কলকাতার পার্ক সার্কাসেও অবরোধ হয়। শুক্রবার একই ছবি দেখা যায় বহু জায়গায়। শনিবার সকালে ফের একটা দলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে। স্থানীয়দের দাবি, হঠাৎ করে হামলা চালানো হয়। এলাকাকে কার্যত শ্মশানে পরিণত করা হয়। একাধিক বাড়ি, দোকানেও আগুন লাগিয়ে দেওয়া হয়। দেশের বিভিন্ন রাজ্যেও এই প্রতিবাদ-বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। 

পয়গম্বর মহম্মদকে নিয়ে নূপুর শর্মার এই মন্তব্য-বিতর্ক এবং তা নিয়ে অশান্তি প্রসঙ্গে টুইটারে লিখলেন তসলিমা নাসরিন (Taslima Nasreen)। লেখিকা লেখেছেন, "যদি আজ পয়গম্বর মহম্মদ জীবিত থাকতেন, তবে বিশ্বজুড়ে মুসলিমদের এই উদ্মাদনা দেখে তিনি অবাক হতেন।"

এর আগেও এই বিতর্ক নিয়ে মুখ খুলেছিলেন তসলিমা। টুইটারে তিনি লিখেছিলেন, "কেউ সমালোচনার উপরে নন। কোনও মানুষ, কোনও সন্ত, কোনও মাশিহা, কোনও মহম্মদ, কোনও ভগবান নন। এই বিশ্বকে বাসযোগ্য বানানোর জন্য সমালোচনা অত্যন্ত জরুরী।"

আরও পড়ুন: Calcutta High Court: নিরাপত্তার খরচ ১২ লক্ষ! মামলাকারীর কাছে ৫ লক্ষ 'ঘুষ' দাবি, ওসিকে তলব হাইকোর্টের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.