এনকাউন্টারে উত্তপ্ত উপত্যকা, পাকিস্তানি জঙ্গিদের ঘিরে গুলি চালাচ্ছে সেনা
ফের জঙ্গি হামলায় কেঁপে উঠল উপত্যকা। সোমবার দুপুরে জম্মু কাশ্মীরের কাজিগুন্দে একটি সেনা কনভয়ে আচমকাই হামলা চালায় জঙ্গিদের একটি দল। হামলার আঁচ পেতেই পাল্টা গুলি চালাতে শুরু করে সেনাবাহিনী।
নিজস্ব প্রতিবেদন : ফের জঙ্গি হামলায় কেঁপে উঠল উপত্যকা। সোমবার দুপুরে জম্মু কাশ্মীরের কাজিগুন্দে একটি সেনা কনভয়ে আচমকাই হামলা চালায় জঙ্গিদের একটি দল। হামলার আঁচ পেতেই পাল্টা গুলি চালাতে শুরু করে সেনাবাহিনী।
আরও পড়ুন : দাপট দেখাচ্ছে অক্ষি, ঘূর্ণিঝড় প্রাণ কাড়ল ৮ জনের
সেনা সূত্রে খবর, বাহিনীর গাড়িতে হামলার পর পরই ওই এলাকা ঘিরে ফেলেন জওয়ানরা। এবং, হামলা পাল্টা হামলার জেরে সরগরম হয়ে ওঠে গোটা এলাকা। জানা যাচ্ছে, কাজিগুন্দের ওই এলাকায় বেশ কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে। ফলে ওই এলাকায় শুরু হয়েছে জোরদার এনকাউন্টার।
শেষ খবর অনুযায়ী, সেনা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াইয়ে ১ জওয়ান আহত হয়েছেন। তাঁকে ভর্তি করা হয়েছে স্থানীয় একটি হাসপাতালে। এদিকে গত সপ্তাহে সেনা বাহিনীর গুলিতে নিহত হয় ৪ পাকিস্তানি। সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা করতেই ওই ৪ পাকিস্তানিকে গুলিতে ঝাঁঝরা করে দেন জওয়ানরা।
#Visuals from #JammuAndKashmir: One Army Jawan injured as encounter continues between terrorists and Army in Qazigund (visuals deferred by unspecified time) pic.twitter.com/7C4mFtKW0N
— ANI (@ANI) December 4, 2017