রীতিমতো ইউনিফর্ম পরে বিমানবন্দরে টহল দিচ্ছিল ১১ 'জওয়ান', দেখেই সন্দেহ হল পুলিসের

ধৃতদের মধ্যে একজন ভোপালের একটি ডেন্টাল কলেজের ছাত্র

Updated By: Nov 17, 2020, 07:05 PM IST
রীতিমতো ইউনিফর্ম পরে বিমানবন্দরে টহল দিচ্ছিল ১১ 'জওয়ান', দেখেই সন্দেহ হল পুলিসের

নিজস্ব প্রতিবেদন: রীতিমতো ইউনিফর্ম পরে নিরাপত্তা কর্মী হিসেবে বিমানবন্দরে টহল দিচ্ছিল ১১ যুবক। তাদের দেখেই সন্দেহ হয় পুলিসের। অবশেষে পুলিসের জালে ওই ১১ যুবক। মঙ্গলবার গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দরের ঘটনা।

আরও পড়ুন-তমলুক আদালতে আত্মসমর্পণ পিনকন গ্রুপের মালকিন মৌসুমী রায়ের

মঙ্গলবার আজারা থানার পুলিস ভ্য়ান টহল দিচ্ছিল বিমানবন্দর এলাকায়। তখনই সেনার ইউনিফর্ম পরা ওই ১১ যুবককে চোখে পড়ে পুলিসের। তাদের গতিবিধি দেখে সন্দেহ হওয়াতেই তাদের চ্যালেঞ্জ করে পুলিস। 

গুয়াহাটি পুলিসের অতিরিক্ত পুলিস কমিশনার সুপ্রতিভ লাল বড়ুয়া সংবাদমাধ্যমে জানিয়েছেন, ওইসব যুবকদের গতিবিধি দেখে সন্দেহ হওয়াতেই তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তখনই বেরিয়ে আসে এরা সবাই ভুয়ো নিরাপত্তাকর্মী। তারপরেই তাদের গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে একটি গাড়ি ও ৫টি বাইক উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন-'তৃণমূল আর দিদির দল নয়', ফের বোমা দাগলেন মিহির গোস্বামী, করলেন বিস্ফোরক অভিযোগ

ধৃতদের মধ্যে একজন ভোপালের একটি ডেন্টাল কলেজের ছাত্র। সে-ই বাকী ১০ জনকে ভুয়ো নিয়োগপত্র ও পরিচয়পত্র দিয়েছিল। এদের আরও জেরা করা হচ্ছে। জানার চেষ্টা হচ্ছে এদের পেছনে কোনও গ্যাং রয়েছে কিনা।

.