সংস্থার কাজকর্মের সঙ্গে মূল্যবোধ মেলাতে পারছি না, ইস্তফা কমিশনের আইনজীবীর
'মূল্যবোধে'র জন্য মোহিতের পদত্যাগে উঠছে একাধিক প্রশ্ন।
নিজস্ব প্রতিবেদন: করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে ভোটগ্রহণ চালিয়ে গিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। তা নিয়ে সমালোচনার মুখে পড়েছে তারা। এবার মূল্যবোধের সঙ্গে আপোস করা সম্ভব হচ্ছে না বলে কমিশনের আইনজীবীর পদ ছাড়লেন মোহিত ডি রাম (Mohit D Ram)। পদত্যাগপত্রে তিনি লিখেছেন,''নির্বাচন কমিশনের বর্তমান কাজকর্মের সঙ্গে নিজের মূল্যবোধ মেলাতে পারছি না।''
২০১৩ সাল থেকে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনের প্রতিনিধিত্ব করা কৌঁসুলিদের প্যানেলে ছিলেন মোহিত ডি রাম (Mohit D Ram)। কমিশনকে পাঠানো ইস্তফাপত্রে তিনি জানিয়েছেন, ''নির্বাচন কমিশনের সাম্প্রতিক কাজকর্মের সঙ্গে আমার মূল্যবোধ মিলছে না। সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিচ্ছি। কমিশনের প্রতিনিধিত্ব করা আমার কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়।''
করোনা আবহে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে খুনের মামলা করা উচিত বলে পর্যবেক্ষণ করেছিল মাদ্রাজ হাইকোর্ট (Madras High Court)। তার পর প্রশ্নের মুখে পড়ে নির্বাচন কমিশন (Election Commission)। আদালতের মৌখিক পর্যবেক্ষণ যাতে সংবাদমাধ্যমে প্রকাশিত না হয়, সেজন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কমিশন। তারা জানায়, 'অত্যন্ত অপমানজনক মন্তব্য। তা কমিশনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। কমিশনকে ভর্ৎসনা করে শীর্ষ আদালত জানিয়ে দেয়,''সংবাদ মাধ্যমকে শৃঙ্খলে বাঁধার চেয়ে ভালো কিছু করতে পারে সাংবিধানিক সংস্থা।'' এই আবহে স্বাভাবিকভাবে 'মূল্যবোধে'র জন্য মোহিতের পদত্যাগে উঠছে একাধিক প্রশ্ন।
আরও পড়ুন- 'নিজের মনের কথাই বললেন, একটু কাজের কথা শুনুন', PM Modi-র ফোনের পর হতাশ Hemant