নোট বদলে হাতে ভোটের কালি নয়, অর্থমন্ত্রককে চিঠি নির্বাচন কমিশনের

নোটকাণ্ডে কালি ইস্যুতে বিপাকে কেন্দ্র। বিভিন্ন রাজ্যে ভোট থাকায় নোট বদলের সময় কালি লাগানোর ইস্যুতে আপত্তি জানায় নির্বাচন কমিশন। এই মর্মে 'নোট বদলে হাতে ভোটের কালি নয়', অর্থমন্ত্রককে চিঠি নির্বাচন কমিশনের। আরও পড়ুন- নোট বদলের দুর্নীতি রুখতেই কালির দাগের নজিরবিহীন পদক্ষেপ: কেন্দ্র

Updated By: Nov 18, 2016, 11:20 AM IST
নোট বদলে হাতে ভোটের কালি নয়, অর্থমন্ত্রককে  চিঠি নির্বাচন কমিশনের

ওয়েব ডেস্ক: নোটকাণ্ডে কালি ইস্যুতে বিপাকে কেন্দ্র। বিভিন্ন রাজ্যে ভোট থাকায় নোট বদলের সময় কালি লাগানোর ইস্যুতে আপত্তি জানায় নির্বাচন কমিশন। এই মর্মে 'নোট বদলে হাতে ভোটের কালি নয়', অর্থমন্ত্রককে চিঠি নির্বাচন কমিশনের। আরও পড়ুন- নোট বদলের দুর্নীতি রুখতেই কালির দাগের নজিরবিহীন পদক্ষেপ: কেন্দ্র

 

 

 

কালি বিভ্রাট দেখা দিয়েছে শহর কলকাতার বিভিন্ন ব্যাঙ্কে। ভোটের কালি না থাকায় ব্যবহার করা হচ্ছে সাধারণ মার্কারের কালি। আরও পড়ুন- নোট বাতিল ইস্যুতে দেশের বিভিন্ন আদালতে একাধিক মামলায় স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেন্দ্র 

.