সারদা তদন্তে চিদম্বরমের স্ত্রীকে তলব

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সারদা চিটফান্ড তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। খুব সম্ভবত আগামী পয়লা সেপ্টেম্বর ইডির দিল্লি অফিসে দেখা করতে বলা হয়েছে নলিনী চিদম্বরমকে। সারদা চিটফান্ড কাণ্ডে ধৃত মনোরঞ্জনা সিংয়ের আইনজীবী ছিলেন নলিনী।

Updated By: Aug 24, 2016, 11:34 PM IST

ওয়েব ডেস্ক: প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরমকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সারদা চিটফান্ড তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। খুব সম্ভবত আগামী পয়লা সেপ্টেম্বর ইডির দিল্লি অফিসে দেখা করতে বলা হয়েছে নলিনী চিদম্বরমকে। সারদা চিটফান্ড কাণ্ডে ধৃত মনোরঞ্জনা সিংয়ের আইনজীবী ছিলেন নলিনী।

আরও পড়ুন- দেশের সব খবর

সারদাকর্তা সুদীপ্ত সেনের অভিযোগ, আইনি পরামর্শ দেওয়ার নামে বিভিন্ন খাতে এক কোটি টাকা নিয়েছেন নলিনী চিদম্বরম। ইতিমধ্যেই নলিনী চিদাম্বরকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সিবিআইয়ের ষষ্ঠ চার্জশিটে নলিনীর নাম থাকলেও তাঁকে অভিযুক্ত বা সাক্ষী হিসেবে দেখানো হয়নি।

.