কালো টাকা উদ্ধারে ব্যাঙ্কের বিভিন্ন শাখায় হানা ED-র
দেশ জুড়ে পঞ্চাশটি ব্যাঙ্কের শাখায় আজ হানা দিল ED। ৮ নভেম্বর রাতে প্রধানমন্ত্রী টাকা বাতিলের কথা ঘোষণা করার পর থেকেই নাকি ওই পঞ্চাশটি শাখায় সব থেকে বেশি টাকা জমা পড়েছে। তাই এবার সেখানকার প্রতিটি নথি পরীক্ষা করে দেখছে ED।
ওয়েব ডেস্ক : দেশ জুড়ে পঞ্চাশটি ব্যাঙ্কের শাখায় আজ হানা দিল ED। ৮ নভেম্বর রাতে প্রধানমন্ত্রী টাকা বাতিলের কথা ঘোষণা করার পর থেকেই নাকি ওই পঞ্চাশটি শাখায় সব থেকে বেশি টাকা জমা পড়েছে। তাই এবার সেখানকার প্রতিটি নথি পরীক্ষা করে দেখছে ED।
আরও পড়ুন- মূল্যবৃদ্ধির বাজারে রাশ টানতেই রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক
পুরনো নোট জমা দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই ২ জন ব্যাঙ্ক আধিকারিককে গ্রেফতার করেছে ED। তারা দু'জনেই দিল্লির একটি বেসরকারি ব্যাঙ্কের শাখায় কাজ করতেন।
গত তিরিশে নভেম্বরও একই রকমভাবে দেশের চল্লিশটি জায়গাতেও তল্লাসি চালায় ED। পুরনো নোট পরিবর্তন ও জমা দেওয়ার নামে যাতে কেউ ব্যাঙ্কগুলিতে কালো টাকা রাখতে না পারে তার জন্যই এই হানা বলে ED সূত্রে জানা গেছে।