রাহুলের কথা শুনে অর্ডিন্যান্স `ছিঁড়েই ফেলবে` কংগ্রেস

প্রধানমন্ত্রী বনাম হবু প্রধানমন্ত্রী লড়াইয়ে জিততে চলেছেনে শেষজনই। রাহুল গান্দীর কথা মেনে দাগী সাংসদ, বিধায়কদের রক্ষায় আনা অর্ডিন্যান্স থেকে সমর্থন প্রত্যাহার করে নিতে চলেছে কংগ্রেস। খুব সম্ভবত প্রধানমন্ত্রী দেশে ফিরলেই অর্ডিন্যান্স প্রত্যাহারের ঘোষণা করা হবে।

Updated By: Sep 28, 2013, 05:25 PM IST

প্রধানমন্ত্রী বনাম হবু প্রধানমন্ত্রী লড়াইয়ে জিততে চলেছেনে শেষজনই। রাহুল গান্দীর কথা মেনে দাগী সাংসদ, বিধায়কদের রক্ষায় আনা অর্ডিন্যান্স থেকে সমর্থন প্রত্যাহার করে নিতে চলেছে কংগ্রেস। খুব সম্ভবত প্রধানমন্ত্রী দেশে ফিরলেই অর্ডিন্যান্স প্রত্যাহারের ঘোষণা করা হবে।
দাগী সাংসদ, বিধায়কদের রক্ষায় আনা অর্ডিন্যান্সের তীব্র সমালোচনা করছেন কংগ্রেসের `নম্বর ২` রাহুল গান্ধী। এই অর্ডিন্যান্স অর্থহীন ছিঁড়ে ফেলা উচিত বলে মন্তব্য করেন তিনি। ব্যক্তিগতভাবে এই অর্ডিন্যান্সের বিরোধীতা করছেন বলেও জানিয়েছেন রাহুল। এই অবস্থায় প্রধানমন্ত্রী বিদেশ সফরে থাকলেও, তাঁর পক্ষে যে বিষয়টা স্বস্তির হবে না তা বলাই বাহুল্য।
সূত্রের খবর, কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার অর্ডিনেন্স থেকে সমর্থন তুলে নিতে পারে। গতকাল রাহুল বলেন, "এই অর্থহীন অর্ডিনেন্স ছিঁড়ে ফেলা উচিত।" প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করছে ভারতীয় জনতা পার্টি। রাহুলের মন্ত্যব প্রসঙ্গে বিজেপি নেতা তথা রাজ্যসভার বিরোধী দলনেতা অরুণ জেটলি বলেন, "উনি `ডেসপারেট` হয়ে গিয়েছেন। একটা দৃষ্টান্ত যখন সৃষ্টি হচ্ছে, তখন কংগ্রেস চেষ্টা করছে তাদের দোষ ঢাকার।"

.