নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগের জবাব দিতে রাহুল গান্ধীকে চার দিন সময় নির্বাচন কমিশনের
নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগের জবাব দেওয়ার জন্য রাহুল গান্ধীকে চারদিন সময় দিল নির্বাচন কমিশন। কমিশনের কাছে সাত দিন সময় চেয়েছিলেন কংগ্রেস সহ-সভাপতি। কিন্তু, কমিশনেরনির্দেশ আটই নভেম্বরের মধ্যে জবাব দিতে হবে তাঁকে।
নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগের জবাব দেওয়ার জন্য রাহুল গান্ধীকে চারদিন সময় দিল নির্বাচন কমিশন। কমিশনের কাছে সাত দিন সময় চেয়েছিলেন কংগ্রেস সহ-সভাপতি। কিন্তু, কমিশনেরনির্দেশ আটই নভেম্বরের মধ্যে জবাব দিতে হবে তাঁকে।
গত মাসে রাজস্থানের চুরুর জনসভায় বিজেপি-র বিরুদ্ধে ঘৃণার রাজনীতিতে ইন্ধন দেওয়ার অভিযোগ করেছিলেন রাহুল। তার পরেই মধ্যপ্রদেশের ইন্দোরের জনসভায় তিনি বলেন, মুজফ্ফরনগরের হিংসায় ক্ষতিগ্রস্থ সংখ্যালঘু পরিবারগুলির সঙ্গে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে আইএসআই।
জনসভায় কংগ্রেস সহ-সভাপতির বক্তব্য, নির্বাচনী বিধি ভঙ্গ করছে। এই অভিযোগে
নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। বিজেপি-র অভিযোগের প্রেক্ষিতে রাহুলের বক্তৃতার সিডি খতিয়ে দেখে নির্বাচন কমিশন। তাঁকে নোটিশ পাঠানো হয়। আজকের মধ্যে তাঁকে নোটিশের জবাব দিতে বলা হয়েছিল।