৫০০ এবং ২০০০ টাকার নোট আসল না নকল তা বোঝার সহজ উপায়

নতুন নোট বাজারে আসতে না আসতেই তা নকলের খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। মানুষের মধ্যে ফের নকল-আসল নোট নিয়ে একটা চিন্তা তৈরি হয়েছে। তাই নকল নোট নিয়ে ঠকার আগেই আসল নোট চেনার সহজ পদ্ধতিটা জেনে নিন।

Updated By: Nov 15, 2016, 10:52 AM IST
৫০০ এবং ২০০০ টাকার নোট আসল না নকল তা বোঝার সহজ উপায়

ওয়েব ডেস্ক: নতুন নোট বাজারে আসতে না আসতেই তা নকলের খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। মানুষের মধ্যে ফের নকল-আসল নোট নিয়ে একটা চিন্তা তৈরি হয়েছে। তাই নকল নোট নিয়ে ঠকার আগেই আসল নোট চেনার সহজ পদ্ধতিটা জেনে নিন।

২০০০ টাকার নোটের কোন কোন ফিচার্সের দিকে নজর দেবেন জানুন-

সামনের দিকে-
১. স্বচ্ছ রেজিস্টার। আলোয় ধরলে টাকার অঙ্ক 2000 স্পষ্ট দেখা যাবে
২. ল্যাটেন্ট ইমেজ চোখে 45 % কোণে ধরলে টাকার অঙ্ক 2000 স্পষ্ট দেখা যাবে
৩. দেবনাগরি হরফে লেখা টাকার অঙ্ক 2000
৪. নোটের কেন্দ্রে মহাত্মা গান্ধীর ছবি

আরও পড়ুন নোট নিয়মে পরিবর্তন আনল কেন্দ্রীয় সরকার, জেনে নিন নয়া নোট বিধি

৫. মাইক্রো লেটারে RBI এবং 2000
৬. রঙ বদলানো সিকিওরিটি থ্রেড তাতে RBI, BHARAT ও 2000 লেখা
৭. গ্যারান্টি ক্লজ, RBI গভর্নরের সই, ঋণপত্রের স্বীকৃতি
৮. মহাত্মা গান্ধীর ছবি ও ইলেক্ট্রটাইপ (2000) জলছবি
৯. নম্বর প্যানেল। ছোট থেকে বড় হচ্ছে নম্বর
১০. ডানদিকে অশোক স্তম্ভের ছবি

পিছনের দিকে-

১১. কোন সালে ছাপা হয়েছে তা লেখা
১২. স্বচ্ছ ভারত লোগো ও স্লোগান
১৩. কেন্দ্রের কাছাকাছি বিভিন্ন ভাষায় লেখা নোট
১৪. মঙ্গলযানের ছবি

৫০০ টাকার নতুন নোটের কোন কোন জিনিসের উপর নজর দেবেন জেনে নিন-

সামনের দিকে-

১. স্বচ্ছ রেজিস্টার। আলোয় ধরলে টাকার অঙ্ক 500 স্পষ্ট দেখা যাবে

২. ল্যাটেন্ট ইমেজ চোখে 45 % কোণে ধরলে টাকার অঙ্ক 500 স্পষ্ট দেখা যাবে

3. দেবনাগরি হরফে লেখা টাকার অঙ্ক 500

৪. নোটের কেন্দ্রে মহাত্মা গান্ধীর ছবি

৫. সিকিওরিটি থ্রেড। নোট বাঁকালে সবুজ থেকে নীল হয়ে যাবে রঙ

৬. গ্যারান্টি ক্লজ, RBI গভর্নরের সই, ঋণপত্রের স্বীকৃতি, ডানে হেলে থাকা RBI এমব্লেম

আরও পড়ুন ব্যাঙ্কে বড় অঙ্কের জমার ওপর নজর রাখছে আয়কর দফতর

৭. মহাত্মা গান্ধীর ছবি ও ইলেক্ট্রটাইপ (500) জলছবি

৮. নম্বর প্যানেল। ছোট থেকে বড় হচ্ছে নম্বর

৯. টাকার অঙ্ক টাকার চিহ্ন সহ। কৌণিক অবস্থানে সবুজ থেকে নীল হবে রঙ

১০. অশোক স্তম্ভের ছবি

পিছনের দিকে-

১১. কোন সালে ছাপা হয়েছে তা লেখা

১২. স্বচ্ছ ভারত লোগো ও স্লোগান

১৩. কেন্দ্রের কাছাকাছি বিভিন্ন ভাষায় লেখা নোট

১৪. লালকেল্লার ছবি

১৫. দেবনাগরি হরফে লেখার টাকার অঙ্ক 500

.