Earthquake In Delhi: নতুন বছরে ফের ভূমিকম্প দিল্লিতে...
ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্থানে হিন্দুকুশ অঞ্চল। রাজধানীতে ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর নেই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন বছরে ফের ভূমিকম্প দিল্লিতে। চলতি সপ্তাহে এই নিয়ে দু'বার! রিখটাল স্কেলে তীব্রতা ছিল ৫.৯। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। কেউ হতাহতও হননি।
বছর ঘুরে গেল, ২০২২ পেরিয়ে এবার ২০২৩। কিন্তু ভূমিকম্প থামছে না দিল্লিতে! গত কয়েক মাস ধরেই বারবার কেঁপে উঠে দেশের রাজধানী। নতুন বছরের প্রথমদিনই ভূমিকম্প হয়েছিল দিল্লিতে। সেবার ভূমিকম্পের উৎসস্থল ছিল হরিয়ানা ঝাজ্জারে, ভূ-পৃষ্ট থেকে ৫ কিমি গভীরে। সেদিন বর্ষবরণে উৎসবে মেতে ছিলেন সকলেই। ফলে কম্পন টের পাননি অনেকেই।
ফের ভূমিকম্প হল এদিন। ঘড়িতে তখন প্রায় আটটা। রাতে কেঁপে উঠল দিল্লি ও লাগোয়া এলাকা। ভূমিকম্পের উৎসস্থল আফগানিস্থানের হিন্দুকুশ অঞ্চল।
Tremors felt in Delhi, adjacent areas; second time in a week
Read @ANI Story | https://t.co/MaZFFIidfI#Delhi #Earthquake #DelhiEarthquake pic.twitter.com/AWIYz6HMq6
— ANI Digital (@ani_digital) January 5, 2023
এর আগে, নভেম্বরের শুরুতে তিনদিনে তিনবার ভূমিকম্প হয়েছিল দিল্লিতে। সেই মাসেরই শেষে কেঁপে উঠেছিল দেশের রাজধানী। বস্তুত, নভেম্বরেই ভূমিকম্প হয়েছিল পঞ্জাবের অমৃতসর ও লাগোয়া এলাকায়, এমনকী, হিমাচল প্রদেশেও।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)