ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত
ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত। গত ২৪ ঘণ্টায় পর পর তিন বার কম্পন অনুভূত হল হিমাচল প্রদেশের চাম্বা জেলায়। তবে ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত কোনও সম্পত্তি বা প্রাণহানির খবর নেই।
Updated By: May 20, 2017, 12:55 PM IST
ছবিটি প্রতীকী
ওয়েব ডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ভারত। গত ২৪ ঘণ্টায় পর পর তিন বার কম্পন অনুভূত হল হিমাচল প্রদেশের চাম্বা জেলায়। তবে ভূমিকম্পের ফলে এখনও পর্যন্ত কোনও সম্পত্তি বা প্রাণহানির খবর নেই।
শুক্রবার ভোরে দু' বার কেঁপে ওঠে জম্মু-কাশ্মীর সীমান্তে অবস্থিত চাম্বা। প্রথমবার কম্পনের মাত্রা ছিল ২.৮। দ্বিতীয়বার কম্পন মাত্রা রেকর্ড হয় ৪.৫। এরপর আজ সকাল সোয়া ৯টা নাগাদ ফের কম্পন অনভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৬। কয়েক সেকেন্ড স্থায়ী হয় কম্পন।
আরও পড়ুন, ৮ বছর ধরে নাগাড়ে ধর্ষণের হাত থেকে বাঁচতে এই যুবতী যা করল...