ভূমিকম্পে মনিপুরে মৃত ৭, বাংলাদেশে ৩, পশ্চিমবঙ্গে ২

Updated By: Jan 5, 2016, 09:02 AM IST
ভূমিকম্পে মনিপুরে মৃত ৭, বাংলাদেশে ৩, পশ্চিমবঙ্গে ২

ওয়েব ডেস্ক: প্রকৃতির কাছে অসহায় আত্মসমর্পণ মানুষের। আর  তারপরে ঘুরে দাঁড়ানোর মরিয়া লড়াই। কাল কাকভোরে বিধ্বংসী ভূমিকম্পের পর এটাই এখন মণিপুরের বাস্তব ছবি।  ৬. ৭ মাত্রার কম্পনে দুমড়ে-মুচড়ে গিয়েছে ইম্ফল শহরের প্রচুর ঘরবাড়ি। কাল রাতভর উদ্ধার কাজ চালিয়েছে NDRF-এর জওয়ানরা। আজ সকাল হতেই ফের  ধ্বংসস্তুপ সরানোর কাজ শুরু করেছে  জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। উদ্ধারে হাত লাগিয়েছেন পুলিস-দমকল- থেকে স্থানীয় বাসিন্দারাও। পরিস্থিতি স্বাভাবিক করতে কালই সবরকম সাহায্যের আশ্বাস দেয় কেন্দ্র। পৌছেছে বিশেষ মেডিক্যাল টিমও। ভারতীয় প্লেট আর বর্মা প্লেটের ঠোকাঠুকিই এই ভূমিকম্পের কারণ। জানিয়েছেন ভূতত্ত্ববিদরা।  ভূমিকম্পে মনিপুরে ৭ জন, এরাজ্যে ২ জন এবং বাংলাদেশে ৩ জনের মৃত্যু  হয়েছে।

.