ভয়াবহ ভূমিকম্প পাকিস্তান-আফগানিস্তানে, মৃতের সংখ্যা ৩০ ছা়ড়াল, আহত হাজারের বেশি। কেঁপে উঠল দিল্লী সহ উত্তর ভারত
কেঁপে উঠল দেশের রাজধানী দিল্লি। জম্মু -কাশ্মীর সহ উত্তর ভারতের নানা অংশে জোরালো ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৫। মুম্বইতেও কম্পন অনুভূত হয়। উত্পত্তিস্থল হিন্দুকুশ পর্বতমালা। কম্পনের সঙ্গে সঙ্গে আতঙ্কের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। কম্পনের খবর পাওয়া গিয়েছে হরিয়ানা, পাঞ্জাবেও।
ওয়েব ডেস্ক: সূত্রের খবর, জোরালো ভূমিকম্পে এই মুহূর্তে পাকিস্তানে মৃতের সংখ্যা ১৫০। আহত হাজারেরও বেশি। এখনও পর্যন্ত উত্তর ভারতে হতাহতের খবর পাওয়া যায়নি।
#AFGearthquake damaged intrance doors of #Ghazni province #earthquake pic.twitter.com/634Aph2wzr
— shakir azizi (@shakirazizi) October 26, 2015
The Latest on South Asian quake: 12 students killed in stampede at Afghan girl's school: https://t.co/PeaDyr84xQ
— The Associated Press (@AP) October 26, 2015
PHOTO: Damage to a @TataMotors showroom in #Chandigarh after today's #earthquake. pic.twitter.com/CYWOgvQjfO
— SkymetWeather (@SkymetWeather) October 26, 2015
JUST IN: Image from #Hunza where an entire glacier has come falling down. (via @FarhanKVirk) #earthquake pic.twitter.com/pgK3x9oDtu
— SkymetWeather (@SkymetWeather) October 26, 2015
কেঁপে উঠল দেশের রাজধানী দিল্লি। জম্মু -কাশ্মীর সহ উত্তর ভারতের নানা অংশে জোরালো ভূমিকম্প। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৫। উত্পত্তিস্থল হিন্দুকুশ পর্বতমালা। কম্পনের সঙ্গে সঙ্গে আতঙ্কের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর পাওয়া যায়নি। কম্পনের খবর পাওয়া গিয়েছে হরিয়ানা, পাঞ্জাবেও।
উত্পত্তিস্থল উত্তর-পূর্ব আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালা। গভীরতা ছিল ২০৩ কিমি। ভারতীয় সময় দুপুর ২.৩৯ মিনিটে তীব্র কম্পন অনুভব হয়।