ভর দুপুরে ভূমিকম্পে কেঁপে উঠল শ্রীনগর থেকে দিল্লি

মার্কিন সংস্থার তথ্য অনুসারে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল পূর্ব আফগানিস্থানে। ফলে সংলগ্ন পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 

Updated By: Jan 31, 2018, 12:58 PM IST
ভর দুপুরে ভূমিকম্পে কেঁপে উঠল শ্রীনগর থেকে দিল্লি

ওয়েব ডেস্ক: উত্তরভারত জুড়ে প্রবল ভূমিকম্প। কেঁপে উঠল শ্রীনগর থেকে দিল্লি। কম্পনের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৬.১। 
বুধবার দুপুর ১২.৪২ মিনিট নাগাদ গোটা উত্তরভারত জুড়ে প্রবল ভূমিকম্প অনুভূত হয়। শ্রীনগর, চণ্ডীগড় ও দিল্লি থেকে কম্পনের খবর আসে। মার্কিন সংস্থার তথ্য অনুসারে ভূমিকম্পের উপকেন্দ্র ছিল পূর্ব আফগানিস্থানের হিন্দুকুশ পর্বতমালা। ফলে সংলগ্ন পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। 

.