আজ দ্বিতীয়া, রাজ্যের পুজোর গন্ধ ছড়িয়ে পড়েছে বহির্বঙ্গেও

Updated By: Sep 23, 2017, 12:20 PM IST
আজ দ্বিতীয়া, রাজ্যের পুজোর গন্ধ ছড়িয়ে পড়েছে বহির্বঙ্গেও

ওয়েব ডেস্ক: আজ দ্বিতীয়া। পুজোর গন্ধ ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে। আর সেই সুবাস ছড়িয়ে গিয়েছে বহির্বঙ্গেও। পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে দিল্লিতে।

'হাইকোর্টের নির্দেশ মতই ব্যবস্থা', নবান্নে বৈঠক শেষে জানালেন মুখ্যমন্ত্রী

ময়ূরবিহারের অন্তরঙ্গ পুজো কমিটি এবার দুর্গাপুজোর আয়োজন করেছে রাজবাড়িতে। এবার এটাই তাদের পুজোর থিম। রাজবাড়ির দুর্গাপুজোর আদলে পুজো করছে ময়ূরবিহার অন্তরঙ্গ পুজো কমিটি । কোচবিহারের রাজবাড়ি আদলে তৈরি হচ্ছে মণ্ডপ । আর সেখানে সাবেক মাটির প্রতিমার জায়গায় এবার জায়গা করে নিচ্ছে বিষ্ণুপুরের পোড়া মাটির প্রতিমা। এ বছর তাদের রজত জয়ন্তী বর্ষ । তাই আয়োজন হচ্ছে ঢেলে। আয়োজনে কোনও ফাঁক রাখতে চাইছেন না উদ্যোক্তারা।

রাজ্যের নির্দেশিকা খারিজ করে একাদশীতেও বিসর্জনের অনুমতি দিল হাইকোর্ট

.