ভয়াবহ অগ্নিকাণ্ড দুন এক্সপ্রেসে, মৃত ৭
দুন এক্সপ্রেসে আগুন লেগে মৃত্যু হল সাতজনের। আহতের সংখ্যা বহু। রেল হাসপাতালে তাঁদের চিকিত্সা চলছে। রেল সূত্রে দুজনের মৃত্যুর খবর জানানো হয়েছে।
দুন এক্সপ্রেসে আগুন লেগে মৃত্যু হল দুই শিশু সহ সাতজনের। আহত হয়েছেন অনেকে। রেল হাসপাতালে তাঁদের চিকিত্সা চলছে। অর্পিতা নামে একটি শিশু ও অনুমিতা নামে এক মহিলার মৃত্যু হয়েছে। অর্চিতা কুমারী নামে আসানসোলের এক বাসিন্দা মারা গেছেন বলে রেল সূত্রে খবর। জানা গেছে, মৃতদের মধ্যে দুজন রাঁচির বাসিন্দা ও একজন বিদেশি। সোমবার, রাত আটটা পঁয়তিরিশে হাওড়া থেকে রওনা হয় 13009 আপ দুন এক্সপ্রেস। রাত দুটো পঁয়তিরিশ মিনিট নাগাদ গোমোর কাছে নিমিয়াঘাট ও পরেশনাথ স্টেশনের মাঝে দুটি এসি থ্রি টিয়ার কোচ বি ওয়ান, বি টু-তে আগুন লাগে। শর্ট সার্কিটের কারণেই আগুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। রেলওয়ে সেফটি কমিশনার ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। হাওড়া থেকে ছাড়ার আগে দুর্ঘটনাগ্রস্থ ট্রেনটির সঠিক পরীক্ষা হয়েছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। অগ্নিকাণ্ডের জেরে কালকা মেল, যোধপুর এক্সপ্রেস, মুম্বই মেল, রাজধানী এক্সপ্রেসের মতো বিভিন্ন ট্রেন দেরিতে চলছে। মৃতদের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী।